শুভব্রত মুখার্জি: ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান। ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ, উন্মাদনায় কোনও ঘাটতি নেই সমর্থকদের মধ্যে। বিক্রি হয়ে গিয়েছে ম্যাচের সমস্ত টিকিটও। এমন আবহে আমেরিকার রাস্তায় হঠাৎ করেই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের উপস্থিতি চমকে দিয়েছে ক্রিকেট ভক্তদের। বলা যায়, ভারত বনাম পাকিস্তান মহারণ দেখতে আসা ক্রিকেট সমর্থকদের কাছে এটা একেবারে উপরি পাওনা। এখানেই শেষ নয়। আমেরিকার রাস্তাতে বেসবল খেলতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর সঙ্গী ছিলেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। দুজনে মিলে বেসবল খেলাতে মেতে ওঠেন। তাঁদেরকে দেখতে বেশ ভিড় জমে যায়। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে নিউ ইয়র্কে উড়ে এসেছেন সচিন তেন্ডুলকর। সেখানেই দর্শকদের সামনে তাঁকে বেসবল খেলতে দেখা গেল। দক্ষ খেলোয়াড়ের মতন একের পর এক দুরন্ত শটও খেলতে দেখা গেল তাঁকে। পুরো ঘটনার ভিডিয়ো শেয়ার করা হয়েছে আইসিসি-র তরফে। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। যা প্রবল গতিতে লক্ষাধিক ভিউ ছাড়িয়েছে। মুহূর্তের মধ্যে হয়েছে ভাইরাল।
ভিডিয়োতে দুই দলকেই শুভেচ্ছাও জানিয়েছেন সচিন তেন্ডুলকর। পাশাপাশি ভারত বনাম পাকিস্তানের ৯ তারিখের ম্যাচ নিয়েও মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি তাঁর নিজের বিশ্বকাপে প্রথম বার পাকিস্তানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন তিনি।
আরও পড়ুন: বিরাটের জুতোর সমানও নয়… বাবরের সঙ্গে কোহলির তুলনা টানা নিয়ে সরব পাক প্রাক্তনী