
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গেছে ভারতীয় দলের ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। ব্যাট হাতে অনবদ্য অর্ধশতরান করেন তিনি। সেই সুবাদেই ভারতীয় দল ম্যাচ জেতে ৪৭ রানে। এমনিতে অনেক সমালোচকই দাবি করে থাকেন, সূর্যকুমার যাদব নাকি শুধুই ছোট দলের বিরুদ্ধে বড় রান করেন। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হন। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মাঠে যখন রোহিত শর্মা, বিরাট কোহলিরা নজরকাড়া পারফরমেন্স দেখাতে পারেননি, তখনই জ্বলে উঠেছিলেন সূর্যকুমার যাদব। ম্যাচের সেরাও নির্বাচিত হন কঠিন উইকেটে এমন ইনিংসের জন্য। এরপর সাংবাদিক সম্মেলনে এসে অবশ্য সামান্য বিড়ম্বনার মুখে পড়তে হল জাতীয় দলের এই তারকা ব্যাটারকে।
আরও পড়ুন-সমালোচনা করাকে অভ্যাসে পরিণত করেছেন হাফিজ, এবার দিলেন বিরাটের মন্তব্যের সাফাই
আফগানিস্তানের বিপক্ষে ২৮ বলে ৫৩ রান করেন সূর্যকুমার যাদব, সেই সুবাদেই ভারতের রান পৌঁছায় ২০ ওভারে ১৮১ রানে। মারেন ৩টি ছয় এবং পাঁচটা চার। তাঁর ব্যাট থেকে সঠিক সময় বড় রান না এলে, ভারতের পক্ষে কঠিন হয়ে যেত ম্যাচ বার করা। আফগানিস্তানকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানে সূর্যকুমার যাদবকে চিন্তেই পারলেন না এক সাংবাদিক, পাল্টা সূর্যও দিলেন মজার জবাব, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো। মজার সেই ভিডিয়ো দিয়েছে আইসিসি।
আরও পড়ুন-শরীর আকাশে ছুঁড়ে অবিশ্বাস্য ক্যাচ ল্যাবুশানের, না দেখলে বিশ্বাসই হবে না, ভিডিয়ো
সাংবাদিক সম্মেলনে সূর্যকুমারকে ভুল নামে অর্থার মহম্মদ সিরাজের নামে সম্বোধন করেন এক সাংবাদিক। পাল্টা সূর্যকুমার যাদব হাসতে হাসতে বলেন, ‘সিরাজ তো এখানে নেই। ও বোধহয় খেতে বসেছে এখন। ’ এরপর গোটা প্রেস বক্সই হাসিতে ফেটে পড়ে। সূর্য নিজেও হাসি চেপে রাখতে পারেননি। আসলে এতদিন ধরে টি২০ ফরম্যাটের ১ নম্বর ব্যাটার থাকার পরেও তাঁর নাম যে গুলিয়ে ফেলতে পারেন কেউ, সেটা অনুমান করতে পারেননি তিনি। যদিও এরপর অন্য প্রশ্নে বেশ খোশমেজাজেই উত্তর দেন টিম ইন্ডিয়ার মিস্টার ৩৬০ ডিগ্রি।
আরও পড়ুন-একই বলে দু'বার আউট,তবু সাজঘরে ফিরলেন না শান মাসুদ, ইংল্যান্ড T20তে অবাক কাণ্ড,ভিডিয়ো
এবারের আইসিসি টি২০ বিশ্বকাপে দুটি অর্ধশতরান করা হয়ে গেল ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটারের। আয়ারল্যান্ড এবং পাকিস্তান ম্যাচে তেমন রান না পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান ম্যাচে যখন দুই ওপেনারের উইকেট দ্রুত হারায় ভারত, তখনই জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব। তাঁর এই পারফরমেন্স যদি আগামী চার ম্যাচে বজায় রাখেন সূর্য, তাহলে ভারতীয় দলেরও ১১ বছরের আইসিসির ট্রফি খরা কাটতে পারে, তা বলাই যায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports