বাংলা নিউজ > ক্রিকেট > SKY on No Handshake with Pak in Asia Cup: কেন পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি? প্রশ্নবাণকে মাঠের বাইরে মারলেন সূর্য
পরবর্তী খবর
ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে টক্কর ছিল না। তবে গোটা ম্যাচ জুড়ে উত্তেজনার অভাব ছিল না। সঙ্গে ছিল ভরপুর নাটকীয়তা। ম্যাচের শুরুতে টসে সূর্য হাত মেলানি পাক অধিনায়কের সঙ্গে। পরে খেলা জিতেও ভারতীয় ক্রিকেটাররা কোনও পাক ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি। কেন মেলাননি, তা জানা আছে সবারই। তাও ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল সূর্যকে। আর সেই প্রশ্নবাণকে সবাটে মাঠের বাইরে মারলেন সূর্যকুমার যাদব। (আরও পড়ুন: ম্যাচ হারার থেকেও হাত মেলাতে না পারায় বেশি হতাশ পাক! মুখ খুললেন কোচ)