আবারও বিতর্কে জড়ালেন শাকিব আল হাসান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম দিনে ব্যাট করছিলেন মহম্মদ রিজওয়ান। স্ট্রাইকার্স এন্ডে থাকা রিজওয়ান ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হননি, তাঁর আগেই বোলিং ফলো আপ শুরু করেন শাকিব। রিজওয়ান প্রস্তুত নয় দেখার পরেও বিরক্ত শাকিব ইচ্ছাকৃতাবেই মাথা গরম করে বল ছোঁড়েন।
শাকিব আল হাসান। ছবি- এএফপি
সময়টা একদমই ভালো যাচ্ছে না শাকিব আল হাসানের। এমনিতেই নিজের দেশ অশান্ত রয়েছে। তার মধ্যে ব্যাটে রান নেই। তেমনভাবে বল হাতেও নজর কাড়তে পারছেন না। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টেস্ট ম্যাচ চলছে রাওয়ালপিন্ডিতে। সেখানে প্রথম ইনিংসে ব্যাট হাতে নজর কাড়তেও পারেননি। দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে এবার বিতর্কিত ঘটনা ঘটালেন বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর কাজ দেখে যথেষ্টই বিরক্ত ক্রিকেটমহল। আইসিসির শাস্তির মুখেও পড়তে হতে পারে তাঁকে, যদিও রবিবার সকালেই জানা যায়, অন্য একটি কারণে তাঁকে খেলা থেকে আপাতত দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছে আইসিসি, ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেকথা জানিয়েছে আইসিসি।
আবারও বিতর্কে জড়ালেন শাকিব আল হাসান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম দিনে ব্যাট করছিলেন মহম্মদ রিজওয়ান। স্ট্রাইকার্স এন্ডে থাকা রিজওয়ান ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হননি, তাঁর আগেই বোলিং ফলো আপ শুরু করেন শাকিব। রিজওয়ান প্রস্তুত নয় দেখার পরেও বিরক্ত শাকিব ইচ্ছাকৃতাবেই মাথা গরম করে বল ছোঁড়েন।
শাকিব আল হাসান ঘটনাটি ঘটান পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৩তম ওভারে। ততক্ষণে একটি উইকেট নিয়ে ফেলেছিলেন শাকিব, কিন্তু মাঠের খারাপ পারফরমেন্স এবং মাঠের বাইরের সমস্যার মধ্যে মাথা ঠিক রাখতে পারলেননা তিনি। বল ছুঁড়লেও তা অবশ্য রিজওয়ানের গায়ে লাগেনি, সরাসরি উইকেটরক্ষক লিটন দাস তা ধরে নেন। কিন্তু শাকিবের এই মাথা গরম করার দেখে অনেকেই অনুমান করতে পারছেন, খারাপ সময়ে বেজায় চাপের মধ্যেই রয়েছেন তিনি। একঝলকে সেই ঘটনার ভিডিয়ো-
বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে অশান্তির ঘটনায় সম্প্রতি খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে আওয়ামি লিগের সাংসদ তথা দেশের এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে। খুনের ঘটনায় জড়িত থাকার ঘটনা প্রকাশ্যে আসতেই আইসিসির তরফে বিসিবিকে জানানো হয়েছে, যাতে শাকিবকে এখনই কোনওরকম খেলায় অংশগ্রহণ করতে দেওয়া না হয়। এই অশান্তির আবহেই এবার মাঠের ভিতরেও ভুল কাজ করে বসলেন দলের প্রাক্তন অধিনায়ক। যা দেখে শুধু রিজওয়ান নয়, বাংলাদেশের ক্রিকেটাররাও অনেকে অবাক হয়ে যান। একই সঙ্গে বিরক্তির কথা জানান আম্পায়ারও।