আর কয়েকদিন পরই শুরু হয়ে যাচ্ছে ইউএস ওপেন। সেখানে প্রতিদ্বন্দিতা করতে নামবেন ইতালির জ্যানিক সিনার, স্পেনের কার্লোস আলকারাজরা। তাঁদের মূল লক্ষ্যই থাকবে নোভাক জকোভিচের ২৫তম গ্র্যান্ডস্লাম জয় রোখা এবং নিজেরা চ্যাম্পিয়ন হওয়া। সদ্য প্যারিস অলিম্পিক্সে সোনা জিতে এখন দুরন্ত ছন্দেই রয়েছেন জোকার, ফলে তাঁর থেকে ইউএস ওপেনেও অনবদ্য কিছুই আশা করছেন সমর্থকরা। ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক জকোভিচ ইউএস ওপেনের আগে রয়েছেন একদম ফিল গুড মেজাজেই। টেনিসে নয়, বরং অন্য খেলায় সময় কাটিয়েই নিজের মানসিক দিকটি ভালো রাখার চেষ্টায় রয়েছেন জোকার। আসলে খেলায় শারীরিক দক্ষতার পাশাপাশি মানসিক ফিটনেসও যে জরুরি।
আরও পড়ুন-EPL- হালান্ডের হ্যাটট্রিকে দুরন্ত জয় সিটির,হেরে গেল ইউনাইটেড! জিতল আর্সেনাল, টটেনহ্যাম…
ইউএস ওপেন শুরুর কদিন আগেই পিকেলবল খেলায় মাতলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। তাঁকে সঙ্গে দিলেন ইতালির জ্যানিক সিনার, বার্বোরা ক্রেজসিকোভা এবং ক্যাটি স্মিথ। বলা ভালো মিক্সড ডবলস ইভেন্টের মতোই মজাদার পিকেলবল ম্যাচটি খেলছিলেন এরা চারজন। এই খেলার জনপ্রিয়তা শেষ কয়েকবছর ব্যাপক বেড়েছে। কিছুটা ব্যাডমিন্টনের মতোই এই খেলা, বেশ মজার ছলেই উপভোগ করলেন সকলে। একঝলকে তাঁদের পিকেলবল সেই খেলারই ভিডিয়ো, যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়।
কদিন আগেই অবশ্য টেনিস তারকা বলেছিলেন, ‘আমাদের সময় এসেছে টেনিসের দিকেও নজর দেওয়ার। কারণ উত্তরোত্তর পিকেলবলের জনপ্রিয়তা বাড়ছে। এভাবে চলতে থাকলে ক্লাব স্তরে বহু খেলোয়াড়ই টেনিস ছেড়ে পিকেলবল খেলবে। খুদে খেলোয়াড়দেরও ছোটবেলায় তুলে দেওয়া হবে পিকেলবলের ব্যাট, কারণ এই খেলা অনেক কম খরচে হয় ’। অগাস্টের ২৭ তারিখ ইউএস ওপেন অভিযান শুরু করবেন জকোভিচ, তার প্রতিপক্ষ রাডু আলবট।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবিধা হল না মেসিহীন মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
জ্যানিক সিনার অবশ্য এই খেলাকে নিয়ে বেশ উচ্ছসিত। প্রথমবার পিকেলবল খেলার পর ইতালিয়ান তারকা বলছেন, ‘আমি প্রথমবার এই খেলাটা খেললাম। আমার খুব ভালো লেগেছে টেনিস খেলোয়াড়দের সঙ্গে কোর্ট ভাগ করে নিতে পেরে। দুজনের বিরুদ্ধে খেলতেও বেশ ভালোই লাগছিল। বেশ ভালোই এই খেলাটা’। ২৭ অগাস্ট ইউএস ওপেন অভিযান শুরু করছেন জ্যানিক সিনারও। ২০২৪ সালে তাঁর বিরুদ্ধে দুবার ডোপিংয়ের অভিযোগ উঠলেও তিনি শাস্তি এড়িয়ে গেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।