সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল মাল্টি-ডে ট্রফির সেমিফাইনালে ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই জারি। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের উত্তরাঞ্চলের বিরুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ দীপ্তি শর্মার নেতৃত্বাধীন পূর্বাঞ্চল।
পুণে ক্লাব গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। যদিও তারা প্রথম ইনিংসে নিতান্ত সস্তায় অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল প্রথম দিনের শেষে যে পরিস্থিতিতে ছিল, তাতে তাদের বড় রানের লিড নেওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। তবে বোলারদের সৌজন্যে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় পূর্বাঞ্চল। তারা উত্তরাঞ্চলের ইনিংসে ধস নামিয়ে তাদের নাগালের বাইরে যেতে দেয়নি।
পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৭১.৪ ওভার ব্যাট করে ১৩২ রানে অল-আউট হয়ে যায়। মণিকা দাস ২৯, দূর্গা মুর্মু ২৮, ধারা গুজ্জর ১৭ ও উমে ছেত্রী ১৩ রান করেন। ক্যাপ্টেন দীপ্তি প্রথম ইনিংসে মাত্র ১ রানে আউট হন। রিচা ঘোষ ৪ রান করে সাজঘরে ফেরেন। সাইকা ইশাক ১১ রানের যোগদান রাখেন। তিতাস সাধু ৩ রান করে নট-আউট থাকেন। উত্তরাঞ্চলের আমনজ্যোৎ কৌর, প্রিয়াঙ্কা শর্মা ও শেফালি বর্মা ২টি করে উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৯৯ রান সংগ্রহ করে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে মাত্র ৩৩ রানে পিছিয়ে ছিল তারা। হাতে ছিল ৭টি উইকেট। ব্যক্তিগত ৫৭ রানে ব্যাট করছিলেন শেফালি।
দ্বিতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করে উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৪৪ রানে। তারা সাকুল্যে ৪১.৩ ওভার ব্যাট করে। অর্থাৎ, ৪৫ রান যোগ করতেই শেষ ৭টি উইকেট হারিয়ে বসে উত্তরাঞ্চল। শেফালি ৫৮ রানে আউট হন। ৮৮ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। হরমনপ্রীত কৌর ১০ রান করে আউট হয়ে বসেন। মন্নত কাশ্যপ ১৮ রান করে নট-আউট থাকেন।
আরও পড়ুন:- KKR-এর হয়ে IPL-এ সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ, রাসেলের রেকর্ড ছুঁলেন নারিন
পূর্বাঞ্চলের দীপ্তি শর্মা ৮.৩ ওভার বল করে ২টি মেডেন-সহ ১৪ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ৫৩ রান খরচ করে ৫টি উইকেট নেন মমতা পাসওয়ান। ২৬ রানে ১টি উইকেট নেন তিতাস সাধু।
প্রথম ইনিংসের নিরিখে ১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। তারা দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ৪৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে। অর্থাৎ, তাদের হাতে লিড রয়েছে ১৬২ রানের। ধারা গুজ্জর ৪৪ রানে ব্যাট করছেন। উমা ছেত্রী ৩৭, দীপ্তি শর্মা ৩৯ ও রিচা ঘোষ ৩১ রানে আউট হয়েছেন।