স্কোয়াডে চোট-আঘাত সমস্যার জন্য ভারতকে চেন্নাইয়ের দ্বিতীয় টি-২০ ম্যাচের কম্বিনেশনে বদল আনতে হয়। রাজকোটে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের প্লেয়িং ইলেভেনেও ভারত রদবদল করে মহম্মদ শামিকে ফেরাতে। সুতরাং, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম তিনটি টি-২০ ম্যাচে ভারত ভিন্ন ভিন্ন প্রথম একাদশে মাঠে নামে। এবার পুণের চতুর্থ টি-২০ ম্যাচের প্লেয়িং ইলেভেনেও বদল ঘটাটে পারে টিম ইন্ডিয়া।
আসলে রিঙ্কু সিং চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন। সুতরাং, তাঁর চতুর্থ টি-২০ ম্যাচের দলে ফেরার সম্ভাবনা প্রবল। রিঙ্কু প্লেয়িং ইলেভেনে ফিরলে ভারতকে বসাতে হবে কোনও ব্যাটারকে। এক্ষেত্রে ধ্রুব জুরেলকেই বাদ দিতে পারে টিম ইন্ডিয়া। জুরেল সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ২টি ম্যাচে যথাক্রমে ৪ ও ২ রান সংগ্রহ করেন। এমন পারফর্ম্যান্সের পরে তাঁকে পুনরায় রিজার্ভ বেঞ্চে পাঠাতে বিশেষ ভাবতে হবে না গম্ভীরদের।
উল্লেখযোগ্য বিষয় হল, রাজকোটে শামিকে মাঠে নামাতে ফর্মে থাকা আর্শদীপকে বিশ্রাম দেয় ভারত। তবে সেই ম্যাচ হেরে ভারত চাপে পড়ে যায়। এমন পরিস্থিতিতে পুণের চতুর্থ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলতে চায় ভারত। কেননা পুণেতে হারলে সিরিজের নির্ণায়ক ম্যাচ হয়ে দাঁড়াবে পঞ্চম টি-২০। কোনওভাবেই সেই ঝুঁকি নিতে চায় না টিম ইন্ডিয়া।
তাই পুণের চতুর্থ টি-২০ ম্যাচে ভারত প্লেয়িং ইলেভেনে ফেরাতে পারে আর্শদীপকে। এক্ষেত্রে টিম ইন্ডিয়া যদি তাদের ব্যাটিং শক্তি কমাতে না চায়, তবে রবি বিষ্ণোইকে বসিয়ে আর্শদীপকে জায়গা করে দিতে পারে তারা। কেননা শামিকে এক ম্যাচ খেলিয়েই বসিয়ে দেওয়া মুশকিল। অথবা ব্যাটিং বিভাগের সঙ্গে সমঝোতা করলে ওয়াশিংটন সুন্দরের বদলে মাঠে নামানো হতে পারে আর্শদীপকে।
ভারত যদি এই ম্যাচেও আর্শদীপকে রিজার্ভ বেঞ্চে রাখে, সেক্ষেত্রে বিষ্ণোইকে দলে রেখে বসানো হতে পারে স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। তাঁর বদলে মাঠে নামানো হতে পারে দুই পেসার অল-রাউন্ডার শিবম দুবে বা রমনদীপ সিংয়ের মধ্যে কোনও একজনকে।
এই মুহূর্তে ভারতের টি-২০ স্কোয়াডে রয়েছেন চারজন নাইট তারকা। পুণেতে রিঙ্কু সিং ও বরুণ চক্রবর্তীর মাঠে নামা কার্যত পাকা দেখাচ্ছে। হর্ষিত রানার মাঠে নামার সম্ভাবনা কম। যদি রমনদীপ সিংয়ের ভাগ্যে শিকে ছেঁড়ে, তাহলে একসঙ্গে তিনজন নাইট তারকাকে মাঠে নামতে দেখা যাবে পুণেতে।
চতুর্থ টি-২০ ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর/রমনদীপ সিং/শিবম দুবে, মহম্মদ শামি, রবি বিষ্ণোই/আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।