সদ্য এশিয়া কাপে পাকিস্তানকে গত ২১ সেপ্টেম্বরের ম্যাচে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত! এদিকে ম্যাচের মাঝে হঠাৎই এক সময় শুভমন গিল ও শাহিন আফ্রিদির মধ্যে উত্তপ্ত মুহূর্ত দেখা যায়। এরপর আরও একবার হ্যারিস রউফের সঙ্গে শুভমন গিল ও অভিষেক শর্মার বাকবিতণ্ডা বাধে। তখনই মাঠের বাইরে থেকে ছুটে আসেন রিঙ্কু সিংরা।
দুবাইয়ে আয়োজিত এশিয়া কাপ ২০২৫ সুপার ফোরের লড়াইয়ে ১৭২ রান তাড়া করার সময় শাহিন আফ্রিদি এবং হারিস রউফ উভয়ই ভারতীয় ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। একটা সময় গিল ও শাহিনের মধ্যে পরিস্থিতি তেতে ওঠে। তারই মাঝে দেখা যায় শুভমন গিল ও অভিষেক শর্মা নিজেদের মধ্যে কথা বলতে যাওয়ার সময় হ্যারিস রউফ কিছু বলে ওঠেন। তখনই অভিষেক শর্মা হ্যারিসের দিকে তাকিয়ে কিছু বলে ওঠেন। পরিস্থিতি তপ্ত হয়।
ভিডিয়োয় দেখা যায় গিল ও অভিষেক শর্মা হ্যারিসের দিকে তাকিয়ে হাত দেখিয়ে কিছু বলছেন। দর্শকাসন থেকে তখন তুঙ্গে আওয়াজ। মাঠের প্রান্ত থেকে ছুটে আসেন পাকিস্তানি ক্রিকেটাররাও। গিল, শর্মা একদিকে, অন্যদিকে হ্যারিস। তাঁদের মাঝে ঢুকে সকলকে আলাদা করার চেষ্টা করেন আম্পায়ারা। ভারত-পাক ম্যাচের উত্তেজনা তখন তুঙ্গে। তখনই দেখা যায়, মাঠের বাইরে থেকে ছুটে আসেন রিঙ্কু সিং সহ আরও এক ভারতীয় ক্রিকেটার। ক্ষেভে ফুঁসে ওঠা গিলকে রিঙ্কু আলাদা করে সরিয়ে নেন সেখান থেকে।
ঘটনার ভিডিয়োয় দেখা যায়, হ্যারিসকে একটি শট মেরে শুভমন, অভিষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন।অভিষেক, যিনি ধীরে ধীরে নন-স্ট্রাইকার এন্ড থেকে তার সঙ্গীর সাথে কথা বলতে যাচ্ছিলেন, তিনি রউফকে একটা কথা বলার সিদ্ধান্ত নেন। পাকিস্তান দল বিষয়টি হালকাভাবে নেয়নি এবং পাল্টা জবাব দেয়। মাঠের আম্পায়াররা তাঁদের আলাদা করার আগে উভয় ক্রিকেটার মুখোমুখি হন। ওভারের শেষ বলটি ছিল বলে, সম্প্রচারকরা বিজ্ঞাপনে কাট করেন।