বাংলা নিউজ > ক্রিকেট > Virat's replacement in IND vs ENG test: বিরাটের জায়গায় ইংল্যান্ড সিরিজের দলে ঢুকলেন RCB-র তারকা! প্রথম টেস্টে খেলবেন?
পরবর্তী খবর
Virat's replacement in IND vs ENG test: বিরাটের জায়গায় ইংল্যান্ড সিরিজের দলে ঢুকলেন RCB-র তারকা! প্রথম টেস্টে খেলবেন?
1 মিনিটে পড়ুন Updated: 24 Jan 2024, 12:32 AM ISTAyan Das
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলছেন বিরাট কোহলি। তাঁর পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে (আরসিবি) বিরাটের এক সতীর্থ। যিনি সম্প্রতি লাল বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি শতরান হাঁকিয়েছেন।
বিরাট কোহলির সঙ্গে রজত পতিদার। (ফাইল ছবি, সৌজন্যে বিসিসিআই)
বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন রজত পতিদার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য তাঁকে দলে রাখা হয়েছে। আপাতত ভারতীয় দলের সঙ্গে হায়দরাবাদেই আছেন। এমনকী মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেন মধ্যপ্রদেশের তারকা ক্রিকেটার। যিনি আইপিএলে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরেই (আরসিবি) খেলেন। তবে সম্ভবত হায়দরাবাদে প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা পাবেন না তিনি। বিরাটের অনুপস্থিতিতে চারে নামতে পারেন শ্রেয়স আইয়ার। পাঁচে নামবেন কেএল রাহুল। যেহেতু স্পেশালিস্ট উইকেটকিপার খেলবেন, তাই পতিদারের পক্ষে প্রথম একাদশে ঢুকে পড়া বেশ কঠিন। মূলত ব্যাক-আপ মিডল-অর্ডার ব্যাটার হিসেবে তাঁকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ প্রথম দুটি টেস্ট থেকে বিরাট নাম প্রত্যাহার করে নেওয়ায় প্রথম দুই টেস্টের জন্য ভারতের মিডল-অর্ডারে কোনও ব্যাকঅ্যাপ ব্যাটার ছিলেন না। তারইমধ্যে শ্রেয়সের চোট নিয়েও উদ্বেগ তৈরি হয়। সেই পরিস্থিতিতে কোনও পতিদারকে ভারতীয় দলে যুক্ত করে নেওয়া হয়েছে। যদিও পতিদারের অন্তর্ভুক্তির বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
ফার্স্ট-ক্লাস ক্রিকেটে মোট ৫৫টি ম্যাচ খেলেছেন। ইনিংসের সংখ্যা ছয়। ৪,০০০ রান করেছেন। সর্বোচ্চ করেছেন ১৯৬ রান। গড় ৪৫.৯৭। শতরান হাঁকিয়েছেন ১২টি। আর ২২টি অর্ধশতরান করেছেন।
পতিদারের সাম্প্রতিক ফর্ম
লাল বলের ক্রিকেটে দারুণ ফর্মে আছেন পতিদার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় 'এ' দলের হয়ে ১১১ রান করেন মধ্যপ্রদেশের তারকা। পরের ম্যাচেই ১৫১ রান করেন। আর ভারতের জন্য সবথেকে ভালো বিষয় হল যে এই মাসেই ওই দুটি শতরান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট যেদিন (২৫ জানুয়ারি) থেকে সেটার দিনদশেক আগেই সেই দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাই ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট থেকে বিরাট নাম তুলে নেওয়ায় বিকল্পের জন্য নির্বাচকদের কোনও সময় নষ্ট করতে হয়নি। আর শ্রেয়সের চোটের সমস্যা থাকলে তাঁর প্রথম একাদশে ঢুকে পড়া কার্যত নিশ্চিত।