পাকিস্তান সুপার লিগে অভিষেক হতে চলেছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারের। এতদিন এই ক্রিকেটার আইপিএলসহ বিভিন্ন বড় সিরিজ এবং প্রতিযোগিতায় খেলায়, মন দিতে পারেননি পিএসএলে। তাই সেখানে খেলতেও যাননি। কিন্তু এবারে আইপিএলে দল না পাওয়ার পর তিনি পাকিস্তান সুপার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
পিএসএলের আগে অদ্ভূত প্রশ্ন ওয়ার্নারকে
এবারের পিএসএলে করাচি কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে অজিদের এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাঁর পক্ষে পিএসএলে খেলা সম্ভব হয়েছে। এদিকে মহম্মদ রিজওয়ানের মুলতান সুলতানের বিরুদ্ধে ম্যাচের আগেই এক অদ্ভূত প্রশ্নের সম্মুখীন হতে হয় ডেভিড ওয়ার্নারকে।
ওয়ার্নারকে বিতর্কিত প্রশ্ন
পাকিস্তানের এক সাংবাদিক ডেভিড ওয়ার্নারকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করে বসেন, যে তাঁকে নাকি আইপিএলে দল না পাওয়ার পর পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার জন্য ট্রোলিং করা হচ্ছে। এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে যে হেট স্পিচ বা কটুক্তি করা হচ্ছে, সেই নিয়ে তাঁর কি মতামত বা প্রতিক্রিয়া? যা শুনে স্পষ্টতই কিছুটা অবাক হয়ে যান ডেভিড। তিনি জানান, এমন কোনও কথা তো তিনি শোনেনই নি।
এতদিন সময় পাইনি, তাই খেলিনি
ডেভিড ওয়ার্নার বলেন, ‘এই প্রথমবার আমি এমন কিছু শুনলাম। আমার মতে বলে, আমি ক্রিকেট খেলতে চাই। আমার কাছে সুযোগ এসেছে পিএসএলে খেলার। আমার আন্তর্জাতিক ক্যালেন্ডার এতদিন পিএসএলে খেলতে দিত না, মানে ঠাসা সূচি থাকত। তবে এবার আমি সুযোগ পেয়েছি, করাচি কিংসের অধিনায়কত্ব করব আর আশা করব দলকে চ্যাম্পিয়ন করতে পারব ’।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষবার খেলেছেন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। দলকে তিনি পন্তের দুর্ঘটনার সময় নেতৃত্বও দিয়েছিলেন। কিন্তু এবছরের আইপিএল নিলামের আগে ওয়ার্নারকে ছেড়ে দেয় তাঁর ফ্র্যাঞ্চাইজি। তবে আইপিএলের ইতিহাসে সেরা ব্যাটারদের মধ্য়ে অন্যতম এই অজি ওপেনার। ১৮৪ ম্যাচে তিনি করেছেন ৬৫৬৫ রান। দিল্লি ক্যাপিটালস ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি, চ্যাম্পিয়নও হয়েছেন আইপিএলে অধিনায়ক হিসেবে।
বিদেশিদের মধ্যে আইপিএলের সর্বোচ্চ রানের মালিকও তিনি। বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার পর আইপিএলের চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার তিনি। এক্ষেত্রে বলাই বাহুল্য, অজি তারকা যদি আরও কিছু ম্যাচ খেলতে পারতেন, তাহলে তিনি ভারতীয় তারকাদের মধ্যেও ২-১জন টপকে দিতে পারতেন। আর এমনিতেও আইপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররাই পিএসএলে খেলতে যাচ্ছে। আর পিএসএলে সুযোগ পাওয়ার পরেও চুক্তিভঙ্গ করে আইপিএলে চলে আসছে কর্বিন বশের মতো ক্রিকেটাররা।