রবিবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ম্যাচ বাতিল হয়ে যায়। কারণ ভারতীয় দল জানিয়ে দেয় তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না। সোশাল মিডিয়ায় শেষ কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়িয়েছিল, যে পহেলগাঁওতে ওরকম সন্ত্রাসবাদী আক্রমণের পরও কীভাবে ভারতীয় প্রাক্তনীরা এই ম্যাচ খেলতে রাজি হলেন। এরপর ২০ জুলাই এজবাস্টনে হতে চলা এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজকরা, ভারতীয়দের প্রতিবাদের পর।
এরপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল, যে আদৌই এই প্রতিযোগিতায় পাকিস্তান চ্যাম্পিয়ন দল আর খেলবে কিনা। যদিও তাঁদের কর্ণধার কামিল খান জানিয়ে দিয়েছেন, যে পাকিস্তান এই টি২০ প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাবে। যদিও নকআউটে ফের ভারতের মুখোমুখি হলে, তখন তাঁরাও যে ম্যাচ থেকে সরে দাঁড়াতে পারেন, সেই ইঙ্গিতও পাওয়া গেছে।
কামিল খান জানিয়েছেন, ‘যেমন সূচি রয়েছে, সেই মতো বাকি ম্যাচগুলো হবে। প্রতিযোগিতা চলতে থাকবে, তেমন কোনও পরিবর্তন হবে না। সেমিফাইনালের ক্ষেত্রে একটা কথা বলতে পারি, সেখানে চারটি দল থাকবে। আর আমরা দুই দলের ম্যাচে না জড়ানোর চেষ্টা করব। যদি আমরা ফাইনালে উঠি তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ’।
পাকিস্তান চ্যাম্পিয়ন্সের কর্ণধার দাবি করেছেন যেহেতু তাঁদের বিরুদ্ধে ভারতীয় দল খেলতে নামেনি, তাই ম্যাচ বাতিল হওয়ায় তাঁরাই দু পয়েন্ট পাবে। হরভজন সিং, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, শিখর ধাওয়ানসহ বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তান ম্যাচের আগেই সরে দাঁড়ান। ধাওয়ান মে মাসের ১১ তারিখেই জানিয়েছিলেন যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না। সোশাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে আয়োজকদের তরফে দাবি করা হয়, যেহেতু ভারতের পাকিস্তান হকির দল পাঠাবে বলে তাঁরা জানতে পারেন, তাই এই ম্যাচ আয়োজনের কথা ভাবা হয়। গতবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতই চ্যাম্পিয়ন হয় এই টুর্নামেন্টে।