
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রায় ৩০ বছর পর দেশে আইসিসি ইভেন্টের প্রত্যাবর্তন হয়েছে। স্বাভাবিক ভাবেই পাকিস্তানকে ঘিরে আশায় বুক বাঁধছে দেশের ক্রিকেট ভক্তরা। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পাকিস্তান। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারেই ওপেনার ফখর জামান চোট পান।
ম্যাচের প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় বলটি নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং কভারের দিকে ঠেলে দেন। মিড অফে দাঁড়িয়ে থাকা ফখর জামান ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচান। তবে তিনি বিশ্রি ভাবে পড়ে গিয়ে চোট পান। তবে হাঁটুুতে নাকি পিঠে চোট পেয়েছেন তিনি, সেটা পরিষ্কার নন। প্রসঙ্গত, ফখর বাউন্ডারি বাঁচালেও ৩ রান যোগ হয় নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে।
আরও পড়ুন: ODI-এ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ যন্ত্রণার, কী বলছে পরিসংখ্যান?
চোট পাওয়ার পর ফখরকে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে। অবিলম্বে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এবং সাইডলাইনে ফিজিয়ো তাঁকে পরীক্ষা করে দেখেন। তাঁর বদলে মাঠে নামেন বদলি ফিল্ডার কামরান গোলাম।
ফখর জামানের চোট গুরুতর হলে, তা হবে পাকিস্তানের জন্য বড় ধাক্কা। কারণ দ্বিতীয় ওপেনার স্যাম আয়ুব ইতিমধ্যেই চোটের কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এবং এখন যদি ফখরেরও চোট গুরুতর হয় এবং তিনি খেলতে না পারেন, তাহলে পাকিস্তান ওপেনিং জুটি নিয়ে সমস্যায় পড়বে। স্যাম আয়ুবের চোটের কারণে এমনিতেই বাবরকে তিন নম্বর থেকে সরে এসে ওপেনার হিসেবে খেলতে হবে।
আরও পড়ুন: এদের নখরার শেষ নেই, ভারতকে উচিত শিক্ষা দিতে হবে- Champions Trophy-র আগে খোঁচা পাক প্রাক্তনী সাকলিনের
২০২৩ বিশ্বকাপের পর এটিই ছিল ফখরের প্রথম ওয়ানডে। মজার বিষয় হল, ফখর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। তিনি ভারতের বিরুদ্ধে ফাইনালে ১১৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং পাকিস্তানকে ঐতিহাসিক জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন।
তবে চোট প্রবণ প্লেয়ার ফখর জামান। ইতিমধ্যেই তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে এবং তাঁর হ্যামস্ট্রিং নিয়েও সমস্যা হয়েছিল, যা তাঁকে অতীতে ক্রিকেট মাট থেকে দূরে রেখেছিল। ধারাভাষ্যে রমিজ রাজা বলেন, ‘ও (ফখর) মাঠের বাইরে বেরিয়ে গিয়েছে এবং মনে হচ্ছে, ও খেলতে পারবে না। এটা দুর্ভাগ্যজনক। ওয়ানডেতে ব্যাট হাতে পাকিস্তানের অন্যতম প্রধান শক্তি ফখর জামানের যদি চোট গুরুতর হয়ে থাকে, তাহলে এটা একটা ট্র্যাজেডি হবে।’
ইয়ান স্মিথ বলেন, ‘এটা অদ্ভূত। এটা অবিশ্বাস্য ভাবে দুর্ভাগ্যজনক। ফখর জামান খুব ভালো ছন্দে আছে। যদি সন্ধ্যার পর ব্যাটার হিসাবে ওর ভূমিকা পালন করতে না পারে, তাহলে এটা পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports