মেলবোর্নে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই নজর কেড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যাম কনস্টাস। ভারতীয় বোলারদের সামাল দিয়ে নতুন বলের বিরুদ্ধে তিনি তোলেন ৬০ রান। ওপেনিং জুটি মেলবোর্নে এসে সফল হল অজিদের। এর আগে খোয়াজা-ম্যাকসুইনি জুটি ছিল একদম ব্যর্থ। তিন টেস্টে নাথান ম্যাকসুইনির যা পারফরমেন্স ছিল, প্রথম টেস্টেই তা কার্যত ছাপিয়ে গেছেন কনস্টাস।
Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
৪৫তম ওভারে প্রথম উইকেট বুমরাহর-
যে বুমরাহ ব'লে ব'লে নতুন বলে উইকেট নিয়ে ফেলেন অন্য সময়, সেই ভারতীয় পেসারই এদিন উইকেট পেয়েছেন ম্যাচের ৪৫তম ওভারে গিয়ে স্যাম কনস্টাসের। অর্থাৎ বল যখন পুরনো হয়ে গেছে। ভারতীয় বোলারদের বরং দাপটের সঙ্গেই খেলেছেন কনস্টাস, যা দেখে স্লেজিং করতে গিয়েই বিরাট কোহলি যেন কিছুটা নিজের সীমা পেরিয়ে যান। হাল্কা কাঁধে কাঁধে ধাক্কা দেন কনস্টাসকে।
বিরাট বিতর্ক এড়িয়ে গেলেন কনস্টাস-
বিরাট-কোহলির সঙ্গে কনস্টাসের ধাক্কার পরই শুরু হয় বিতর্ক, অনেকেই বিরাট কোহলির এই কাজের নিন্দা করেন। যদিও এত কিছুর আগে স্বদেশি স্টিভ স্মিথের থেকেও বিরাট কোহলিকেই নিজের পছন্দের ক্রিকেটার হিসেবে এবং দক্ষতার দিক থেকে এগিয়ে দেখতেন ১৯ বছরের এই ক্রিকেটার। তবে মেলবোর্নে রোল আইকনের এমন মাঠের স্লেজিংকে খারাপ চোখে দেখছেন না তিনি।
স্মিথের থেকেও স্যামের পছন্দের বিরাট-
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ৩১১। এক মূহূর্তের জন্য ধাক্কা লাগার সময় বিতর্ক হলেও খেলার শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় কনস্টাস স্বীকার করে নিলেন দুই ক্রিকেটারের আবেগ একইসঙ্গে খেলার সময় বেরিয়ে এসেছে। আগেই মেনে নিয়েছিলেন বিরাট কোহলিই তাঁর প্রিয় ক্রিকেটার। ধাক্কা লাগার ঘটনার পরই একটি ভিডিয়ো অত্যন্ত ভাইরাল হয়েছে, যেখানে অনূর্ধ্ব ১৯ দলের জার্সি পড়া কনস্টাসকে ওয়ার্নার, থেকে স্মিথ, রোহিত-কোহলিদের নাম বলে তাঁর পছন্দ ক্রিকেটারকে বেছে নিতে বলা হয়েছিল।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
কনস্টাসের পছন্দের আইকন বিরাট কোহলি-
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে রোহিত শর্মা আর ডেভিড ওয়ার্নারের মধ্যে ওয়ার্নারকে বেছে নিচ্ছেন কনস্টাস, এরপর কনস্টাসের পরিবর্তে গিল এবং গিলের থেকেও বেশি পছন্দ হিসেবে বাবর আজমকে বেছে নেন এই ক্রিকেটার। এরপর অবশ্য বাবরকে পিছনে ফেলে তিনি বেছে নেন জো রুটকে, কিন্তু স্মিথের নাম আসতেই তিনি স্বীকার করে নেন অজি ব্যাটারই তাঁর পছন্দের। কিন্তু এরপরই আসে ক্লাইম্যাক্স, যখন স্মিথের সঙ্গে বিরাটের নাম এসে একজনকে বাঁছতে বলা হয়। তখন তিনি হাসি মুখেই বেছে নেন বিরাট কোহলিকে।