২২ গজের পিচে বরাবরই জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর বুদ্ধিকে ভয় পেত বিশ্বের তাবড় তাবড় দল এবং তাঁর হাত ধরেই তিনটি বড় আইসিসি টুর্নামেন্ট জিতেছে টিম ইন্ডিয়া। ক্রিকেটপ্রেমীদের কাছে চিরকাল ছিলেন তিনি নয়নের মনি। এবার সেই ক্যাপ্টেন কুল, অর্থাৎ টিম ইন্ডিয়া প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফের উঠে এলেন শিরোনামে। আসন্ন আইপিএলের আগে মাহিকে বহুবার দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাঁর বহু ভিডিয়ো ভাইরাল হয়েছে। এবারও ঘটলো ঠিক একইরকম ঘটনা। এক ভিডিয়োর মাধ্যমে ফুটে উঠলো ঠিক কেমন হয় ধোনি পরিবার কেমন ভাবে ছুটি উপভোগ করে। মাহি কন্যা জিভা ধোনি দেখালেন কতটা আনন্দের সঙ্গে তিনি ছুটি কাটাচ্ছেন। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পড়লো মাহি-ভক্তদের কমেন্ট।
আর কয়েকমাস বাদেই শুরু হবে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ইতিমধ্যেই, নিলাম পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নেটে ঘাম ঝরাতে শুরু করে দিয়েছে সমস্ত দলের ক্রিকেটাররা। তবে বড় প্রতিযোগিতার আগে বরাবরই কুল থাকেন মাহি। এবারেও হলো না তার ব্যাতিক্রম। দুবাইতে ছুটি কাটাতে গেছে গোটা ধোনি পরিবার। তারই একটি বিশেষ মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন ধোনি কন্যা।
যদিও ধোনি কন্যার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন মিসেস ধোনি, অর্থাৎ সাক্ষী ধোনি। মাহির ভিডিয়ো ঠিক কতটা জনপ্রিয় হয় সেগুলো সকলেই জানে। তেমনি এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বন্যা বয়ে যায় বেশকিছু মন ছুঁয়ে নেওয়ার মতো কমেন্টসের। সকলেই মাহির প্রশংসায় পঞ্চমুখ। অধিকাংশেরই বক্তব্য আইপিএলের আগে নিজেকে ঠান্ডা রাখছেন ক্যাপ্টেন কুল।
উল্লেখ্য, ২৬ নভেম্বর সব ফ্র্যাঞ্চাইজিরা জমা করে দেয় নিজেদের দলের ক্রিকেটারদের 'রিটেনশন ও রিলিজ' তালিকা। ১৯ নভেম্বর দুবাইয়ের 'কোকা কোলা এরিনা'তে আয়োজিত হয় মিনি নিলাম পর্ব। তরুণ থেকে সিনিয়র ক্রিকেটার, সকলেই জায়গা পান বিভিন্ন দলে। আবার অনেকের কপালে জোটেনি কোনও দল। তবে টুর্নামেন্ট কবে শুরু হবে সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। জানা গিয়েছে, নতুন মরশুম শুরু হওয়ার কথা মার্চ-এপ্রিলে। কিন্তু সেই সময়ে, গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন চলার সম্ভাবনা রয়েছে। তাই, এখনও পর্যন্ত খেলার সূচিকে ঘিরে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তারা। এবার দেখার বিষয় শেষ অবধি কবে টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফ থেকে।