
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্লে-অফের টিকিট আগেই নিশ্চিত করেছিল ডাম্বুলা অরা। লিগের শেষ ম্যাচে বি-লাভ ক্যান্ডিকে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা নিশ্চিত করল তারা। অর্থাৎ, লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফের আঙিনায় প্রবেশ করল ধনঞ্জয়া ডি'সিলভার নেতৃত্বাধীন ডাম্বুলা।
সোমবার কলম্বোয় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ডাম্বুলা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬২ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি রান করেন আবিষ্কা ফার্নান্ডো। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন।
অপর ওপেনার সাদিরা সমরাবিক্রমে করেন ৩১ রান। ২৬ বলের ইনিংসে তিনি ৬টি চার মারেন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৭ রান করেন বেন ম্যাকডারমট। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৬ রানের যোগদান রাখেন হেডেন কের। এছাড়া লক্ষ্মণ এদিরিসিংহে ৬, ধনঞ্জয়া ডি'লিসভা ১০ ও সচিতা জয়তিলকে ৪ রান করেন। খাতা খুলতে পারেননি অ্যালেক্স রস।
ক্যান্ডির হয়ে ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন নুয়ান প্রদীপ। ৩২ রানে ২টি উইকেট নেন মুজিব উর রহমান। ৩৩ রান খরচ করে ১টি উইকেট দখল করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চতুরঙ্গ ডি'সিলভা ২১ রানে ১টি উইকেট পকেটে পোরেন। উইকেট পাননি অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ইসুরু উদানা।
পালটা ব্যাট করতে নেমে বি-লাভ ক্যান্ডি ১৯.৪ ওভারে ১৪২ রানে অল-আউট হয়ে যায়। ২০ রানে ম্যাচ জেতে ডাম্বুলা। জয়ের লক্ষ্য খুব বড় ছিল না। তবে ক্যান্ডিকে দীনেশ চণ্ডীমলের ঠুকঠুকে হাফ-সেঞ্চুরির মাশুল দিতে হয়। চণ্ডীমল ৬টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করতে ৪৬টি বল খরচ করেন।
এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৯ রান করেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৬ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ২১ বলে ২৩ রান করেন ইসুরু উদানা। তিনিও ২টি চার ও ১টি ছক্কা মারেন। মহম্মদ হ্যারিস ২, ফখর জামান ৮, চতুরঙ্গ ১, আসিফ আলি ৩ ও মুজিব উর রহমান ৩ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি আশেন বন্দরা ও নুয়ান প্রদীপ।
২ ওভারে মাত্র ৬ রান খরচ করে ৪ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ধনঞ্জয়া ডি'সিলভা। ২টি উইকেট নেন প্রমোদ মদুশান।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports