Jos Buttler steps down: ইংল্যান্ডের হোয়াইট-বল অধিনায়কত্ব ছাড়লেন জোস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বাটলার। জোস বাটলার ইংল্যান্ডের হোয়াইট-বল অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর শুক্রবার তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করাচিতে অনুষ্ঠিত ম্যাচটিই তার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ হতে চলেছে।
দায়িত্ব ছাড়লেন জোস বাটলার-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে জোস বাটলার বলেন, ‘আমি ইংল্যান্ডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটি আমার জন্য এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করি, কেউ এসে ব্রেন্ডন ম্যাককালামের (বাজ) সঙ্গে দলকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন।’
আরও পড়ুন … AUS vs AFG: অতিরিক্ত ৩৭ রান দিলেন জনসনরা! নিজেদের লজ্জার রেকর্ডকেই পিছনে ফেলল অস্ট্রেলিয়া
দলের হয়ে খেলা চালিয়ে যাবেন জোস বাটলার-
তবে জোস বাটলার এখনও ইংল্যান্ড দলের হয়ে খেলা চালিয়ে যাবেন এবং নিজের ক্রিকেট উপভোগ করতে চান বলে জানিয়েছেন তিনি। বাটলার আরও বলেন, ‘আমার আবেগের জায়গা এখনও দুঃখ এবং হতাশার মধ্যেই রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাবে, এবং আমি আবারও আমার ক্রিকেট উপভোগ করতে পারব। পাশাপাশি, নিজের দেশকে নেতৃত্ব দেওয়ার সম্মান এবং এই অভিজ্ঞতার বিশেষ মুহূর্তগুলোর কথা ভাবার সুযোগ পাব।’
আরও পড়ুন … CT 2025: ৫ ছক্কা হাঁকিয়ে রোহিতকে প্রায় ধরে ফেললেন আফগান তারকা! সেমিতে উঠতে অজিদের চাই ২৭৪
মর্গ্যানের উত্তরসূরি হিসেবে বাটলার দায়িত্ব নিয়েছিলেন-
২০২২ সালের জুনে ইয়ন মর্গ্যানের উত্তরসূরি হিসেবে জোস বাটলারকে অধিনায়ক করা হয়েছিল এবং সেই বছরই তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের নেতৃত্ব দেন। তবে এরপর ইংল্যান্ডের পারফরম্যান্স ধারাবাহিকভাবে খারাপ হতে থাকে। টানা তিনটি ব্যর্থ আইসিসি ইভেন্ট—২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
আরও পড়ুন … সাদিকউল্লাহ কোন দলের হয়ে IPL 2025 খেলবেন? AUS vs AFG ম্যাচে ৮৫ রান করতেই চর্চায় আফগান তারকা
ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাটলার
একটা সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র মাঝেই ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেচিলেন জোস বাটলার। তিনি বলেছিলেন টিম ইন্ডিয়া জুবাইয়ে খেলছে, সেই কারণে তারা বাড়তি সুবিধা পাচ্ছে। এর পরে এই বিষয়টি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। তবে জোস বাটলাররা যেভাবে পারফ্রম করেছে তাতে পরিষ্কার হয়ে যায় যে ইংল্যান্ডকে সেমিফাইনালে যেতেই হচ্ছে না। ফলে ভারতকে খোঁচা দেওয়ার পরে নিজেই সরে যাচ্ছেন জোস বাটলার।
কে হতে পারেন বাটলারের পরবর্তী ইংল্যান্ডের সাদা বলের ক্যাপ্টেন?
আফগানিস্তানের বিরুদ্ধে আট রানে হারের পর (এই বছর ইংল্যান্ডের ১০টি ওয়ানডে ম্যাচের মধ্যে নবম পরাজয়) তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি অধিনায়কত্ব ছাড়তে পারেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাকে সব সম্ভাবনা বিবেচনা করতে হবে এবং বুঝতে হবে আমি সমস্যার অংশ নাকি সমাধানের অংশ।’ জোস বাটলারের উত্তরসূরি হিসেবে তাঁর ডেপুটি হ্যারি ব্রুককেই ইংল্যান্ড দলের ভবিষ্যতের সাদা বলের অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি এগিয়ে রাখা হচ্ছে।