আইপিএল IPL-এ রুদ্ধশ্বাস ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Delhi Capitals) দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে দিল গুজরাট টাইটান্স (Gujarat Titans) দল। ২০৪ রানের লক্ষ্যেমাত্র তাড়া করতে নেমে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জোস বাটলার একার হাতেই ম্যাচ জিতিয়ে দিল গুজরাট টাইটান্সকে। আবারও ব্যর্থ হলেন তাঁদের অধিনায়ক শুভমন গিল। দিল্লির বিরুদ্ধে ম্যাচ জেতায় পয়েন্ট তালিকায় উন্নতি হল গুজরাটের। তাঁদের পয়েন্ট এখন সাত ম্যাচে ১০। রাজধানীর দলকে শীর্ষস্থান থেকে সরিয়ে এখন শিখরে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের হোম টিম গুজরাট টাইটান্সই।
৩ বলে ১১ রান তেওয়াতিয়ার
বাটলার অনবদ্য ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন। শেষ ওভারে সকলে আশা করেছিল তিনি হয়ত ম্যাচ জেতাবেন। কিন্তু মজার বিষয় হল, তাঁকে ব্যাট করতে আসতেই হল না। রাহুল তেওয়াতিয়াই ম্যাচ জিতিয়ে দিলেন, তাও আবার ৪ বল বাকি থাকতেই। স্টার্ককে রাহুল মারলেন পরপর দুই বলে চার এবং ছয়। এর আগে অবশ্য ১৫তম ওভারে স্টার্কের বিরুদ্ধে পরপর পাঁচটা চার মারেন জোস বাটলার। ইংরেজ অজি দ্বৈরথে বাটলারই এদিন জয়ী হলেন।
স্টার্কের প্ল্যানিং আর খাটল না
ম্যাচের শেষ ওভারটি আবারও স্টার্কের জন্যই রেখেছিলেন অক্ষর প্যাটেল। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে স্টার্ক একার হাতেই শেষদিকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসকে। সেই আশায় এই ম্যাচেও বাটলার, রাহুল তেওয়াতিয়াদের বিরুদ্ধে স্টার্ককেই এনেছিলেন অক্ষর। যদিও এক্ষেত্রে কাজটা কঠিন ছিল, কারণ বাটলার কিন্তু জুরেল বা হেতমায়ের নন। আর সেট হওয়া বাটলার আরও ভয়ঙ্কর। যদিও ইংরেজ তারকাকে সুযোগ পেতে হল না। স্টার্কের প্রথম বলেই সপাটে ছয় মেরে দিলেন রাহুল তেওয়াতিয়া। আর দ্বিতীয় বলটি ইয়র্কার হওয়ায় সেটা খেলতে যান রাহুল, ব্যাটের কানায় লেগে তা চার হয়ে যায় ফাইন লেগের দিক থেকে।
রাহুলের চারে শতরান মিস বাটলারের
ফলে শতরান মিস হয়ে যায় বাটলারের। এদিনের ম্যাচে ইংরেজ তারকা এত ভালো ইনিংস খেলেছিলেন, যে সকলেই আশা করেছিলেন ম্যাচ জেতানোর পাশাপাশি বাটলারের শতরানের সেলিব্রেশনও তাঁরা দেখবেন, সেটা অবশ্য হল না। তাই চার মেরেও দ্রুত রাহুল তেওয়াতিয়াকে দেখা গেল বাটলারের কাছে গিয়ে সরি বলতে। পাল্টা বাটলার হাসি মুখেই জড়িয়ে ধরলেন অলরাউন্ডার তেওয়াতিয়াকে।
টস জিতে বোলিং নেন গিল
ম্যাচে টস জিতে শুভমন গিল সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে বোলিং করার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান করে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল ধীর গতিতে ৩২ বলে ৩৯ রান করেন। আশুতোষ শর্মা ১৯ বলে ৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। লোকেশ রাহুলও ১৪ বলে ২৮ রান করেছিলেন, আশা করা হয়েছিল গুজরাটের স্টেডিয়াম বড় হওয়ায় এখানে এই রানও অনেক। আর সব থেকে বড় কথা হল, এবারের আইপিএলে এবারে ২০০ রান তাড়া করে জিতেছে এমন দল কোথায়?
ভালো বোলিং ইশান্ত-প্রসিধের
কিন্তু বাটলারদের ব্রিলিয়ান্সে সেটাই করে দেখাল গুজরাট টাইটান্স। এক্ষেত্রে অবশ্য আরও দুজনের কথা না বললেই নয়, একজন প্রসিধ কৃষ্ণা। তিনি এদিন গুজরাটের হয়ে চার ওভারে নিলেন ৪ উইকেট। দ্বিতীয়জন তাঁদের আরেক বর্ষিয়ান বোলার ইশান্ত শর্মা। তিনিও মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিলেন নিজের তিন ওভারে। ফলে বাকি বোলারদের ব্যর্থতা গুজরাটের এই দুই পেসার কিন্তু এদিন ঢেকে দিলেন। জোস বাটলার দুর্ধর্ষ এক ক্যাচে ফেরান ভিপরাজ নিগমকে।
এদিনের ম্যাচে শুভমন গিল মাত্র ৫ বলে ৭ রান করে রান আউট হয়ে গেলেন। সাই সুদর্শনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তিনি রান আউট হন। করুণ নায়ারের হাতে বল যেতেই তিনি ডাইরেক্ট থ্রোতে গিলকে সাজঘরে ফেরান। এক্ষেত্রে খুব টাইট সিঙ্গল ছিল, তাই গিল আউট হয়ে সাই সুদর্শনের দিকে খারাপ কোনও রিয়্যাকশন দেননি। অর্থাৎ অধিনায়ক হিসেবে তিনি ম্যাচিউরিটি দেখালেন।