শুভব্রত মুখার্জি:- আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে পাঁচ পাঁচটি আইপিএলের ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে নানা জল্পনা দেখা দেয়। আদৌও এই ফ্র্যাঞ্চাইজি থাকবে কিনা! থাকলে বদলে যাবে কিনা নাম! নানা প্রশ্ন উঠতে থাকে। তার প্রধান কারণ এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রোমোটার গ্রুপ অর্থাৎ যাদের হাতে মালিকানা রয়েছে সেই এন শ্রীনিবাসনের ইন্ডিয়া সিমেন্টস কোম্পানির শেয়ার সম্প্রতি বিক্রি হয়ে গিয়েছে। ইন্ডিয়া সিমেন্টসের শেয়ার কিনেছে আরেক বহুজাতিক কোম্পানি আল্ট্রাটেক। এরপরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সিএসকে সমর্থকদের ভয়ের কোন কারণ নেই। কারণ সিএসকে এবং তাঁর বাকি ১৮ টি ক্লাব ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজির যে ব্যবসা তা শ্রীনিবাসন আগে থেকেই সম্পূর্ণ আলাদা করে রেখেছেন।
সিএসকে সহ ১৮ টি ক্লাবের মালিকানা থাকছে শ্রীনিবাসনের হাতেই। কারণ ২০১৫ সালেই তিনি চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নামক (সিএসকেসিএল) একটি আলাদা সংস্থা খুলে তাঁর এই খেলাধুলার যে ব্যবসা সেটিকে সম্পূর্ণ আলাদা করে দেন। তবে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি দলগুলো আলাদা করলেও এবং তাদের ভবিষ্যত সুরক্ষিত থাকলেও যে সব ক্রিকেটার ইন্ডিয়া সিমেন্টের হয়ে চাকরি করতেন বা পদাধিকারী ছিলেন তাদের কি হবে তা জানা যায়নি। উল্লেখ্য ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন এমএস ধোনি। এছাড়াও এখানে কর্মরত রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিন। তাদের কি হবে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন… Paris Olympics 2024 Table Tennis: নতুন ইতিহাস লিখলেন মনিকা বাত্রা! পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত