
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ফ্যান পেজের মজার পোস্টের জবাব দিয়েছেন। যখন চিপকে চেন্নাই সুপার কিংস ৫০ রানের বড় ব্যবধানে হেরে যায়, তখনই রায়ডুর উদ্দেশ্যে বড় বার্তা লেখেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্তেরা। রায়ডু অতীতে CSK-এর জার্সিতে খেলতেন, চলতি আইপিএল মরশুমে ধারাভাষ্য দিতে গিয়ে বারবার CSK-এর প্রশংসা করেছেন অম্বাতি রায়ডু। এর ফলে অনেক ভক্তই তাঁকে CSK ও মহেন্দ্র সিং ধোনির প্রতি পক্ষপাতদুষ্ট বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন।
তবে এবারে দৃশ্যপট বদলে গেল, কারণ RCB ‘সাউদার্ন ডার্বি’-তে CSK-কে তাদেরই দুর্গে অর্থাৎ চিপকে হারিয়ে দেয়। ২০০৮ সালের পর এটিই চেন্নাইয়ের মাটিতে RCB-এর প্রথম জয়। এই ঐতিহাসিক জয়ের পর, একজন RCB ভক্ত মজা করে রায়ডুকে খোঁচা দিয়ে পোস্ট করেন।
আরসিবি ফ্যান পেজে মজার পোস্ট করে লেখেন, ‘আমরা উদ্বিগ্ন। গত দুই ঘণ্টা ধরে প্যানেলের একজন সদস্য অনলাইনে নেই। কেউ যদি তার কোনও খোঁজ পান, দয়া করে আমাদের জানান। আমরা আশা করি অম্বাতি রায়ডু ঠিক আছেন।’
আরও পড়ুন … IPL 2025: তোমায় দেখে নেব… CSK vs RCB ম্যাচের পরে খলিলকে কোহলির ধমক! ভাইরাল হল ভিডিয়ো
RCB-এ ফ্যান পেজের এই মজার পোস্টের জবাব নিজের স্টাইলে দেন অম্বাতি রায়ডু। রায়ডু এই পোস্টের প্রতিক্রিয়া দিয়ে নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘হাহাহা, দারুণ পোস্ট... @rcbfans.official! ব্যান্টার ঠিক এমনই হওয়া উচিত... তোমাদের দলে এবার দারুণ ভারসাম্য আছে, তোমরা সেরা কিছু আশা করতেই পারো।’ এরপরে ধোনির অর্ডার নিয়ে রায়ডু কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘এমএস ধোনিকে এত নীচে ব্যাট করতে দেওয়া যাবে না।’
আরও পড়ুন … ভিডিয়ো: RCB জেতায় বিয়ের আসরেই বরের উদ্দাম নাচ! কনেকে ছেড়ে বন্ধুদের জড়িয়ে ধরলেন
এ দিকে অম্বাতি রায়ডু CSK-এর মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে কড়া মন্তব্য করেন, কারণ তারা ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে চেন্নাই সুপার কিংস। অম্বাতি রায়ডু বলেন, রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরে আনা দরকার। রায়ডু বলেন, ‘আমি CSK-এর মিডল অর্ডার নিয়ে এখনও আশ্বস্ত নই। ভালো বোলিং সামলাতে হলে সেরা ব্যাটসম্যানদের উপরের দিকে ব্যাট করাতে হবে। রুতুরাজকে ওপেন করতে হবে, আর জাদেজাকে একটু আগে পাঠানো দরকার। এছাড়া, এমএস ধোনির মতো একজন ব্যাটসম্যানকে এত নীচে ব্যাট করতে দেওয়া যাবে না। CSK-এর জন্য কাজ কঠিন হয়ে যাচ্ছে, কারণ তারা স্পিন ভালোভাবে খেলতে পারছে না, যা তাদের জন্য চিন্তার বিষয়।’
আরও পড়ুন … IPL 2025-এ ‘ব্রোম্যান্স’! CSK vs RCB ম্যাচের পরে চিপক দেখল ধোনি-কোহলির ‘মাহিরাট মুহূর্ত’
চেন্নাই সুপার কিংস প্রথম দুটি ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলেছে, তবে পরবর্তী ম্যাচে তাদের গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হতে হবে। ধোনির দল এখন ছন্দে ফিরে আসার জন্য মরিয়া, কারণ তারা পরপর দুটি ম্যাচে কাঙ্ক্ষিত ফল পায়নি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports