মঙ্গলবার আমদাবাদের স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে খেলায় কেকেআর একটি দুর্দান্ত জয় নিবন্ধন করেছিল। হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে দিয়ে আইপিএল ২০২৪-এর ফাইনালে উঠেছিল কেকেআর। কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচে হায়দরাবাদের ব্যাটসম্যান ও বোলাররা কেকেআরের সামনে অসহায় দেখাচ্ছিল। KKR দুই উইকেটে পতনের পর কেকেআর-এর দুই আইয়ারের জুটি বাইশ গজে ঝড় তুলে ছিল।
কোয়ালিফায়ার-১ জিতে বড় মন্তব্য করেন শ্রেয়স আইয়ার-
কোয়ালিফায়ার-১-এ হায়দরাবাদ দল ১৯.৩ ওভারে মাত্র ১৫৯ রানে আউট হয়ে যায়। রান তাড়া করতে এসে কেকেআর-এর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ও দলের ব্যাটার বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং জুটি গড়ে তোলেন এবং ১৩.৪ ওভারে ৮ উইকেটে একটি দুর্দান্ত জয় এনে দেন। এই বিস্ফোরক জয়ের পর, কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁর সঙ্গে বেঙ্কটেশ আইয়ারের মধ্যে পার্থক্য সম্পর্কে একটি বড় রহস্য প্রকাশ করেন। সেই সঙ্গে এই জয়ের নানা দিক নিয়েও কথা বলেন শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন… IPL 2024: ৪৮ হাজার ৭ নম্বর জার্সি! ধোনির ফ্যান ফলোয়িং দেখে অবাক হয়ে গিয়েছিলেন ল্যাঙ্গার
শ্রেয়স আইয়ারের সঙ্গে তামিল ভাষায় কথা বলেন বেঙ্কটেশ আইয়ার-
বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে শ্রেয়স আইয়ারের কথোপকথন সম্পর্কে মুখ খুলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমার এবং বেঙ্কটেশের মধ্যে পার্থক্য হল আমি তামিল বলতে জানি না। তবে আমি তামিল বুঝতে পারি। সবটা জেনেও সে আমার সঙ্গে তামিল ভাষায় কথা বলেন। আমি তাকে হিন্দিতেই উত্তর দিই। তবে আমি সেই মুহূর্তটি বেশ উপভোগ করি। এবার আমরা ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুতি নেব।’
আরও পড়ুন… IPL 2024 RR vs SRH: ম্যাচ হারলেও সঞ্জুর গলায় সন্দীপের প্রশংসা! তুলনা করলেন বুমরাহর সঙ্গে
কেন তামিল ভাষায় কথা বলেন বেঙ্কটেশ-
আমরা আপনাকে বলি যে উভয় খেলোয়াড়ই তামিল পরিবার থেকে এসেছেন। তবে উভয়েরই জন্ম ভিন্ন রাজ্যে। শ্রেয়স মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন এবং মহারাষ্ট্রের হয়ে খেলেছিলেন, আর বেঙ্কটেশের জন্ম মধ্যপ্রদেশের ইন্দোরে। দুই খেলোয়াড়কেই এখন কেকেআরের হয়ে খেলতে দেখা যাচ্ছে। আইয়ার তামিলভাষী ব্রাহ্মণদের একটি সম্প্রদায়। সেই কারণেই দু জনে তামিল ভাষায় কথা বলেন।
আরও পড়ুন… IPL 2024 Qualifier 2: বুদ্ধি না থাকলে প্রতিভা কোনও কাজে আসে না- রিয়ান পরাগের উপর চটলেন সুনীল গাভাসকর
আমরা প্রতিটি সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করি
শ্রেয়স আইয়ার আরও বলেন, ‘প্রত্যেকেই নিজেদের দায়িত্বের সঙ্গে ম্যাচে তাদের ভূমিকা পালন করেন। আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমরা যে সুযোগই পেয়েছি, আমরা সেটাকে কাজে লাগিয়েছি। প্রতিটি বোলার যেভাবে এই অনুষ্ঠানে উঠেছিল তা ছিল দুর্দান্ত। তিনি যেভাবে এসে উইকেট নিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। বোলিং লাইন আপে যখন বৈচিত্র্য থাকে, তখন তা হৃদয়-উষ্ণ হয়। আশা করি আমরা ভবিষ্যতেও ভালো পারফরম্যান্স চালিয়ে যাব।’
আরও পড়ুন… IPL 2024 Final-এ KKR-কে হারিয়েই হবে SRH-এর আসল সেলিব্রেশন: শাহবাজ আহমেদের হুঙ্কার
ফাইনালে মুখোমুখি হবে KKR ও SRH
শুক্রবার কোয়ালিফায়ার টু-র ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে দিয়ে আইপিএল ২০২৪-এর ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার ২৬ মে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এই ম্যাচ বেশ রোমাঞ্চকর হতে চলেছে।