
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রাজস্থান রয়্যালস দলের আইপিএল ২০২৪-এর ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গিয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের মুখে পড়তে হয়েছিল রাজস্থান রয়্যালসকে। এই নকআউট ম্যাচে আশ্চর্যজনক কিছু করতে পারেননি রাজস্থানের তারকা ব্যাটসম্যানরা। যারা পুরো মরশুমে তাণ্ডব চালান। এই ম্যাচে মাত্র ছয় রান করেন দলের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ। এরপরে তিনি আউট হয়ে যান। রিয়ান পরাগ যেভাবে আউট হয়েছিলেন তা দেখে অবাক হয়েগিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার তথা প্রবীণ ধারাভাষ্যকার সুনীল গাভাসকর। একটা সময়ে তো তিনি রেগে লাল হয়ে যান।
আরও পড়ুন… IPL 2024 Final-এ KKR-কে হারিয়েই হবে SRH-এর আসল সেলিব্রেশন: শাহবাজ আহমেদের হুঙ্কার
রাজস্থান রয়্যালসকে আইপিএল ২০২৪-এর ফাইনালে পৌঁছতে মাত্র ১৭৬ রান করতে হত। কিন্তু এই রান করতে পারেনি তাঁরা। পাওয়ারপ্লে শেষে মাত্র এক উইকেট হারিয়ে ৫১ রান করেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু প্যাট কামিন্স স্লো বোলারদের পরিচয় করিয়ে দিতেই রাজস্থানের ইনিংস লাইনচ্যুত হয়ে যায়। তবে তা সত্ত্বেও ম্যাচ জিততে পারত তারা। কিন্তু রিয়ান পরাগের একটি শট, যিনি এই মরশুমে দুর্দান্ত খেলেছেন, পুরো বিষয়টিকে নষ্ট করে দিয়েছে। এই শট দেখে রেগে যান ব্যাটিং গ্রেট সুনীল গাভাসকর।
রিয়ান পরাগ যখন ব্যাট করতে নামেন, তখন দলের সংগ্রহ ছিল দুই উইকেট হারিয়ে ৬৫ রান। পরের ওভারেই আউট হন সঞ্জু স্যামসন। ভক্তরা রিয়ান পরাগের কাছ থেকে ফিনিশার ইনিংস আশা করেছিলেন কিন্তু তা হয়নি। যেটা ঘটেছে সেটা একেবারেই বিপরীত ঘটনা।
আরও পড়ুন… IPL 2024 RR vs SRH: ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? হারের কারণ তুলে ধরলেন সঞ্জু স্যামসন
শাহবাজ আহমেদের ব্যাক-অফ-দ্য-লেংথ ডেলিভারি মিস করেন রিয়ান পরাগ, যার ফলে ডিপ মিডউইকেটে অভিষেক শর্মার হাতে সহজ ক্যাচ দেন। তাঁর এই শট দেখে রিয়ান পরাগের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তোলেন সুনীল গাভাসকর।
সুনীল গাভাসকর বলেন, ‘গুরুত্বপূর্ণভাবে, সিরিয়াসলি, সিরিয়াসলি... আপনার যদি বুদ্ধি না থাকে, তাহলে আপনার প্রতিভা কোনও কাজে আসবে না। এটা কী ধরনের শট ছিল? রায়ানের অনেক প্রতিভা আছে কিন্তু যদি আপনার মেজাজ না থাকে, তাহলে কোন লাভ নেই। আপনি যদি কিছু ডট বল খেলে থাকেন। আপনি এটি আরও পরিচালনা করতে পারেন।’
আরও পড়ুন… কার পরামর্শে শাহবাজকে ইমপ্যাক্ট প্লেয়ার করা হল! রহস্য ফাঁস করলেন SRH ক্যাপ্টেন প্যাট কামিন্স
রায়ানের উইকেট পতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজস্থান রয়্যালস। রায়ানের পরপরই একই ওভারে আউট হন রবিচন্দ্রন অশ্বিন। যেখানে চৌদ্দ ওভারের চতুর্থ বলে শিমরন হেতমায়েরকে বোল্ড করেন অভিষেক শর্মা। অভিষেক এবং শাহবাজ এই ম্যাচে আট ওভার বল করেছেন, মাত্র ৪৭ রানে পাঁচ উইকেট নিয়ে নেন। আর সানরাইজার্সের জন্য জয় এনে দেন। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ করেছিল ১৭৫ রান। জবাবে রাজস্থান মাত্র ১৩৯ রান করতে পারে। এবার ফাইনালে কলকাতার মুখোমুখি হতে হবে হায়দরাবাদকে।
৳7,777 IPL 2025 Sports Bonus