ইংল্যান্ডের বিজয়রথ রুখে দিল ভারতের বিধ্বংসী ব্যাটিং। এক ইনিংসে তিনটে শতরান করলেন গিল, জাদেজা ও ওয়াশিংটন। বাইশ গজে তিন ব্যাটসম্যান মিলে রীতিমতো শাসিয়ে গেল প্রতিপক্ষ ইংল্যান্ডকে। ইনিংসের শুরুতে ০ রানে ২ উইকেট হারালেও ম্যাচ শেষ হল ভারতের ইচ্ছেমাফিক!
গিল, জাদেজা, ওয়াশিংটনের শতরান
ইনিংসের প্রথম শতরান করে ভারতকে অনেকটাই এগিয়ে রেখেছিলেন শুভমন গিল। ৯০ রান করে গিলকে যোগ্য সঙ্গত দেন কে এল রাহুল। আগের ম্যাচের মতোই এই ম্যাচে শেষ পর্যন্ত বাইশ গজে যোদ্ধার মতো লড়ে গেলেন রবীন্দ্র জাদেজা। জুটি গড়েছেন ওয়াশিংটনের সঙ্গে। খেলা ড্র হওয়ার দিকে অনেকটাই অবদান রেখেছেন। জাদেজার ৮৯ রানের পর স্টোকস ড্র করার প্রস্তাব দেন। হাত বাড়িয়ে দিন হ্যান্ড শেকের জন্য। কিন্তু শতরানের মুখে এসে ওয়াশিংটন বা জাদেজা কেউই তাতে রাজি হননি। তার পর পরই কয়েকটি চার, ছয় মেরে দুর্দান্ত শতরান হাঁকালেন জাদেজা। জাদেজার কয়েক মিনিট পরেই শতরান ছুঁলেন ওয়াশিংটনও।
ড্র প্রস্তাব প্রত্যাখ্যান
ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর শুরু হয়েছিল ০ রানে ২ উইকেট দিয়ে। এর পর শুভমন গিল ও কে এল রাহুল এসে সামাল দেন গোটা ম্যাচ। দুজনে মিলে ১৭৪ রানের জুটি গড়ার পর বাইশ গজের দখল নেন জাদেজা-ওয়াশিংটন। দুজনের জুটি শেষ পর্যন্ত বেশ চাপে রাখল প্রতিপক্ষকে। এতটাই যে ইংল্যান্ড অধিনায়ক ড্র-র প্রস্তাব দিয়ে বিশেষ সুবিধা করতে পারলেন না। স্টোকসের ড্র প্রস্তাব অবশ্য শেষে মেনেই নেন দুই খেলোয়াড়। কিন্তু ততক্ষণে দুজনেই শতরান করে ফেলেছেন!
ডন ব্র্যাডম্যানকে ছুঁলেন গিল
চতুর্থ টেস্টের শেষ দিনে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমান গিলের তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। একরকম তার জবাবেই ম্যাঞ্চেস্টারের বাইশ গজে সাহসী সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছুঁয়ে ফেলেন গিল। এদিনের শতরান ছিল গিলের নবম টেস্ট শতরান এবং সিরিজের চতুর্থ শতরান। সেই নিরিখে এখন সিঙ্গল টেস্ট সিরিজে চারবার শতরান করা ব্যাটসম্যানদের তালিকায় গিল। যে তালিকায় রয়েছেন ডন ব্র্যাডম্যান, মোহাম্মদ ইউসুফ, জ্যাক ক্যালিস, সুনীল গাভাস্কার এবং বিরাট কোহলির মতো ব্যাটসম্যানরা। ব্র্যাডম্যান এবং গাভাস্কারের পর তিনি তৃতীয় অধিনায়ক যিনি এক সিরিজে চারটি টেস্ট শতরান করেছেন।