বাংলা নিউজ > ক্রিকেট > India Vs England Manchester test:ম্যাঞ্চেস্টারে সাহসী সেঞ্চুরি শুভমনের, কোন রেকর্ডে গিল ছুঁলেন ব্র্যাডম্যানকে? শেষে…
পরবর্তী খবর
ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের শেষ দিনে শুভমান গিল তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। সম্ভবত, তারই জবাব ম্যাঞ্চেস্টারের ২২ গজে সাহসী সেঞ্চুরিতে দিলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই তিনি ছুঁয়ে ফেললেন ক্রিকেট কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের রেকর্ড। তবে তার কিছু পরই তিনি ১০৩ রানে আউট হয়ে যান।
তাঁর এই সাহসী ইনিংস শেষ হয় ১০৩ রানে। জোর্ফা আর্চারের বল-এ জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান ভারত অধিনায়ক। ২৫ বছর বয়সী এই পঞ্জাবের ভূমিপুত্র কে এল রাহুলের সঙ্গে মিলে পঞ্চম দিনের ইনিংসে জোরদার জুটি বাঁধেন। ভারতের স্কোর ০ রানে ২ উইকেট পতনের পর থেকে তাঁরা ভারতের হয়ে ইনিংসকে ধরে রাখেন। তবে এই দুই তারকা ক্রিকেটার প্যাভিলিয়নে ফিরতেই প্রশ্ন থেকে যায়, ভারত কি পারবে ড্র-র পথে হাঁটতে?