বৈদিক জ্যোতিষমতে সব গ্রহই নিজের মতো করে এগোতে থাকে। কখনও তাঁদের বক্রী গতি হয়, আর আবার কখনও তাঁদের মার্গী গতি হয়। তবে সব গ্রহের মধ্যে সবচেয়ে তড়িঘড়ি চলে চন্দ্র। যেকোনও রাশিতে চন্দ্র প্রায় আড়াই দিন পর্যন্ত থাকেন। এই সময় চন্দ্রের কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি তৈরি হয়। তারফলে কোনও বিশেষ প্রভাব রাশিগুলির জাতক জাতিকার ওপর পড়তে থাকে। তাতে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
এমনই একটি শুভ যুতি ২৮ জুলাই হতে চলেছে। সেদিন মঙ্গলের সঙ্গে চন্দ্রের যুতি তৈরি হবে। তাতে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ তৈরি হবে। তাতে আড়াই দিন পর্যন্ত লাভ পাবেন বহু রাশির জাতক জাতিকারা। কারা লাকি? দেখে নিন।
ধনু
চন্দ্রের অবস্থানের জেরে তৈরি মহালক্ষ্মী রাজযোগের ফলে ধনু রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রে পেতে পারেন লাভ। বহু দিক থেকে সাফল্যের সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। আপনার ঋণ দেওয়া টাকা ফেরত আসতে পারে। কাউকে টাকা ঋণ দিয়ে থাকলে, তা হাতে আসতে পারে। প্রেমের দিক থেকে কোনওভাবে লাভবান হতে পারেন। ব্যবসায়িক কোনও ট্রিপ থেকে লাভ পেতে পারেন। কর্মস্থলে আপনার বড় দায়িত্ব প্রাপ্ত হতে পারে।
( Shukra Astrology: ১ মাস ধরে মিথুনে থাকবেন শুক্র! সৌভাগ্যের বর্ষণ হবে বহু রাশিতে, লাকি কারা?)
( Muizzu praises India: মোদীর মলদ্বীপ সফরের শেষে চিন-পন্থী মইজ্জুর মুখে ভারত-স্তুতি! খেলা ঘুরছে?)
কর্কট
মহালক্ষ্মী রাজযোগে বিভিন্ন দিক থেকে পেতে পারেন লাভ। আপনার আত্মবিশ্বাস হু হু করে বেড়ে যেতে থাকে। আপনার মিষ্টি কথায় অনেকে আকৃষ্ট হতে পারেন। আপনার কথাবার্তার ধরন অনেকের পছন্দ হতে পারে। সরকারি চাকরির জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের মনোষ্কামনা পূরণ হতে পারে। আপনি প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে যেতে পারেন। আপনি কর্মস্থলে কোনও বড় দায়িত্ব পেতে পারেন।
মেষ
মহালক্ষ্মী রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার জীবনে খুব ভালো এক সময়কাল আসতে পারে। সমাজে আপনার মান সম্মান বাড়বে। কোনও শুভ কাজ শুরু হতে পারে। আপনার রোজগারের রাস্তা খুলবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে পরিচিতি হবে। সঙ্গীর সঙ্গে কোনও নতুন ব্যবসা শুরু করতে পারেন।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)