India vs England: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের জন্য ইংল্যান্ড তাদের একাদশ ঘোষণা করেছে। ম্যাচটি রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সফরকারী দল সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছে। এর ফলে তারা ২-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ফলে সিরিজে টিকে থাকতে হলে রাজকোটের ম্যাচে ইংল্যান্ডকে জিততেই হবে।
জোস বাটলারদের জন্য জয়ের বাধ্যবাধকতা রয়েছে। বিশেষজ্ঞরা ভেবেছিলেন যে হয়তো সিরিজের তৃতীয় ম্যাচে দল পরিবর্তন করে নামবে ইংল্যান্ড। তবে তেমন কিছু দেখা যাচ্ছে না। সিরিজের দ্বিতীয় ম্যাচ জোস বাটলাররা যেই দল নিয়ে হেরেছে, সেই দল নিয়েই ইংল্যান্ড রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। একই একাদশকেই সমর্থন জানিয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন… প্রত্যাশিত ভাবেই ICC-র বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার হলেন বুমরাহ, হারালেন রুটদের
দারুণ ফর্মে রয়েছেন জোস বাটলার-
ইংল্যান্ড দলের অধিনায়ক জোস বাটলার এখনও পর্যন্ত দুই ম্যাচেই রান করেছেন এবং সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তিনি ১০টি চার ও ৫ ছক্কার সাহায্যে ৫৬.৫ গড় ও ১৫২.৭ স্ট্রাইক রেটে ১১৩ রান করেছেন। তবে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রাইডন কার্স, যিনি দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩১ রান করেছিলেন। দুই ম্যাচ খেলেও তাদের অনেক ব্যাটসম্যান এখনও মোট ৩০ রানও সংগ্রহ করতে পারেননি। অনেকেই ভেবে ছিল যে হয়তো ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে পরিবর্তন দেখা যেতে পারে। তবে সেটা হচ্ছে না।
আরও পড়ুন… ICC Women's U19 T20 WC 2025: সুপার সিক্সে কিউয়ি শিকার করে সেমিফাইনালে জায়গা পাকা করল ইংল্যান্ড
ব্যাটিংয়ে বাকিদের থেকে ভালো পারফরমেন্সের আশা করবে ইংল্যান্ড
ইংল্যান্ড দল আশা করবে যে, ফিল সল্ট ও বেন ডাকেট ভালো পারফর্ম করবেন, কারণ তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। দুজনই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন এবং সঠিক সময়ে ফর্মে ফিরলে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আশ্চর্যজনকভাবে, জ্যাকব বেটেল অসুস্থতার কারণে আগের ম্যাচে না খেললেও এবারও একাদশে ফেরেননি, তবে চেন্নাইয়ে ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা জেমি স্মিথ দলে টিকে রয়েছেন।
বোলিংয়ে ইংল্যান্ড কাদের উপর ভরসা রাখবে-
রাজকোটে ইংল্যান্ডের বোলিং বিভাগে জোফ্রা আর্চার ও আদিল রশিদ ইংল্যান্ডের মূল ভরসা হবেন। পাশাপাশি ব্রাইডন কার্সের কাছ থেকেও চেন্নাইয়ের মতো পারফরম্যান্স আশা করবে দল। মার্ক উড ও জেমি ওভারটনও ইংল্যান্ডের ফাস্ট বোলিং আক্রমণের অংশ হিসেবে থাকবেন।
ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ডের একাদশ:
ফিল সল্ট, বেন ডাকেট, জোস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।