পাওয়ার প্লে-তে দুই গুজরাট ওপেনারকে ডাকাবুকো হওয়ার সুযোগ দেননি কেকেআরের বোলাররা। তবে শুরুতে উইকেট তুলতে না পারায় চাপ বাড়ে নাইট রাইডার্সের উপরে। ইডেনে তাও যদিবা টাইটানসের ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হয় নাইট রাইডার্স, তবে খারাপ ফিল্ডিংয়ের জন্যই গুজরাটকে বড় রানের ইনিংস গড়ার সুযোগ করে দেয় কেকেআর।
সোমবার ইডেনে আইপিএল ২০২৫-এর ৩৯তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস। টস জিতে গুজরাটকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান নাইট দলনায়ক অজিঙ্কা রাহানে। গুজরাট টাইটানস ৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়।
টাইটানস ১০.৫ ওভারে বিনা উইকেটে ১০০ রানের গণ্ডি টপকে যায়। হাফ-সেঞ্চুরি করেন দুই গুজরাট ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। শেষে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন সাই সুদর্শন। ১২.২ ওভারে আন্দ্রে রাসেলের বলে উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের দস্তানায় ধরা পড়েন সুদর্শন।
আরও পড়ুন:- কে বলে PSL-এ শুধু হেয়ার ড্রায়ার বা ট্রিমার দেওয়া হয়? উপহারে ২৪ ক্যারেট গোল্ড প্লেটেড আইফোন পেলেন এই তারকা
বাটলারের অতি সহজ ক্যাচ ছাড়েন বৈভব আরোরা
ব্যাট হাতে মাঠে নেমেই রাসেলকে পরপর ৩টি চার মারেন জোস বাটলার। বোঝাই যাচ্ছিল যে, শক্ত ভিতে বড় রানের ইমারত গড়তে তৎপর ছিলেন ব্রিটিশ তারকা। তবে বাটলারকে সস্তায় সাজঘরে ফেরানোর সুযোগ ছিল নাইট রাইডার্সের সামনে। ১৪.২ ওভারে হর্ষিত রানার বলে বড় শট খেলার চেষ্টায় মিস টাইম করেন বাটলার। বল গগনে উঠে যায়।
আরও পড়ুন:- আশঙ্কাই সত্যি, জিম্বাবোয়ের কাছে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ল বাংলাদেশ, পচা শামুকে পা কাটবে না তো?
বলের ঠিক নীচেই ছিলেন ফিল্ডার বৈভব আরোরা। বাউন্ডারির অনেকটা ভিতরে অতি সহজ ক্যাচ ধরার সুযোগ ছিল আরোরার সামনে। তবে তিনি ক্যাচ মিস করে বসেন। এমনকি বৈভবের হাতে লেগে বল চলে যায় বাউন্ডারির বাইরে। অর্থাৎ, একে তো জীবনদান পেয়ে যান বাটলার। সেই সঙ্গে চার রানও উপহার পান তিনি। বৈভবকে এমন সহজ ক্যাচ ছাড়তে দেখে বিরক্তি প্রকাশ করেন বোলার রানা।
আরও পড়ুন:- BCCI কদর করেনি, পর্দার আড়ালে থেকে রোহিতকে ছন্দে ফেরালেন KKR কোচ, কেন নায়ারকে কৃতজ্ঞতা জানালেন হিটম্যান?
বাটলার ব্যক্তিগত ১৭ রানে প্রথমবার জীবনদান পান। পরে ১৫.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বাটলারের ক্যাচ ছাড়েন পরিবর্ত ফিল্ডার মণীশ পান্ডে। ব্রিটিশ তারকা ব্যক্তিগত ২২ রানে দ্বিতীয়বার জীবনদান পান। শেষমেশ ২৩ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন বাটলার। তিনি মোট ৮টি চার মারেন। গুজরাট টাইটানস শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।