তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাঠে ফিল্ডিং করতে নামলেন না ঋষভ পন্ত, এখন প্রশ্ন হল তাহলে কি এবার ব্যাট করতে নামবেন ভারতীয় দলের সহ-অধিনায়ক? এর মাঝেই বড় আপডেট দিল বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্ত এখনও তার বাঁ হাতের তর্জনী আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি বলে খবর পাওয়া যাচ্ছে। এবং সেই কারণেই ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন দ্বিতীয় দিন উইকেটকিপিং করেননি তিনি।
বৃহস্পতিবার, ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারে জসপ্রীত বুমরার একটি লেগ-সাইড ডেলিভারি থামানোর চেষ্টা করতে গিয়ে বাঁ হাতে চোট পেয়েছিলেন পন্ত। ব্যথা সত্ত্বেও তিনি ওই ওভার শেষ না হওয়া পর্যন্ত কিপিং চালিয়ে যান এবং পরে উইকেটকিপারের দায়িত্ব তুলে দেন ধ্রুব জুরেলের হাতে।
BCCI এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘ঋষভ পন্ত এখনও তার বাঁ হাতের তর্জনী আঙুলে পাওয়া চোট থেকে সেরে উঠছেন। BCCI-র মেডিক্যাল টিম তার শারীরিক অবস্থার উপর নজর রাখছে। দ্বিতীয় দিনে উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকবেন ধ্রুব জুরেল।’ দ্বিতীয় দিনের সকালে, খেলা শুরু হওয়ার আগে পন্ত কিছু অনুশীলন করেছিলেন, তবে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে ছিলেন না। দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি দ্বিতীয় দিনে মাঠে নামতে পারবেন না।
প্রথম দিনের খেলা শেষের পর BCCI জানিয়েছিল, ‘টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্তের বাঁ হাতের তর্জনী আঙুলে চোট লেগেছে। তিনি চিকিৎসাধীন এবং মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে পন্তের অনুপস্থিতিতে ধ্রুব জুরেল উইকেটকিপিং করছেন।’ উল্লেখ্য, ধ্রুব জুরেল মূল একাদশে ছিলেন না। কিন্তু মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও পন্তের অবস্থার উন্নতি না হওয়ায়, জুরেলকে কিপিংয়ের দায়িত্ব নিতে হয়।
৩৪তম ওভারে বুমরার একটি বল লেগ সাইডে গিয়ে পড়লে সেটি থামাতে ডাইভ দেন পন্ত। বল হাতে লাগলেও পুরোপুরি থামাতে পারেননি তিনি। সেই সময় ইংল্যান্ডের দুই ব্যাটার জো রুট ও অলি পোপ দু’রান সম্পন্ন করেন। বল থামাতে গিয়ে ডাইভ দেওয়ার সময়েই পন্তের আঙুলে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ মাঠে এসে চিকিৎসা শুরু করেন। পরবর্তী সময়ে কিছুটা সময় খেলা বন্ধ ছিল। ওভারের শেষে পন্ত উইকেটকিপিংয়ের দায়িত্ব ছেড়ে দেন এবং মাঠ ছাড়েন, যার পরে কিপিং শুরু করেন ধ্রুব জুরেল।