WB Police Jobs: পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা, আজ থেকেই মিলছে সুযোগ, চলবে কয়েকটা দিন
1 মিনিটে পড়ুন Updated: 24 Mar 2022, 07:33 PM IST- এবং ডিরেক্টরেট অফ সিভিল ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইট -তে প্রার্থীরা ‘অ্যানসার কি’ দেখতে পারবেন।
চাকরি সংক্রান্ত যাবতীয় খবরের জন্য চোখ রাখুন এখানে
কীভাবে 'অ্যানসার কি' ডাউনলোড করবেন?
১) পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) 'Recruitment' ট্যাবের 'Recruitment'-তে ক্লিক করুন।
৩) ‘Recruitment of Agragami in WBCEF and WWCD in Civil Defence Organisation, WB, 2021’-র পাশে 'Get Details'-তে ক্লিক করুন।
৪) 'Answer key of of the written examination for Agragami in WBCEF and WWCD in Civil Defence Organisation'-র পাশে 'Get Details'-তে ক্লিক করতে হবে।
৫) তারপর আপনার 'অ্যানসার কি' দেখাবে।
৬) তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।