ইউজিসি-নেট পরীক্ষার আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এবং সাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এনটিএয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ইউজিসি-নেটের ডিসেম্বর সেশনের পরীক্ষায় পিছিয়ে দেওয়া হয়েছিল। তার জেরে পিছিয়ে দেওয়া হয় ইউজিসি-নেটের জুন সেশনের পরীক্ষাও। সেই দুটি সেশনের পরীক্ষা মিশিয়ে অনলাইনে একটি পরীক্ষা নেওয়া হবে। সেইমতো ডিসেম্বর এবং জুন সেশনের জুনিয়র রিসার্চ ফেলোশিপের আসন সংখ্যাও মিশিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
একনজরে দেখে ইউজিসি-নেট পরীক্ষার গুরুত্বপূর্ণ দিন :
১) অনলাইনে রেজিস্ট্রেশন এবং আবেদনপত্র জমা দেওয়ার সময় : ১০ অগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত (রাত ১১ টা ৫০ মিনিট)।
২) পরীক্ষার ফি জমা দেওয়ার শেষদিন : আগামী ৬ সেপ্টেম্বর (রাত ১১ টা ৫০ মিনিট)।
৩) অনলাইনে আবেদনপত্রে সংশোধনের সময় : আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর।
৪) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় : পরে ঘোষণা করা হবে।
৫) পরীক্ষার দিন : আগামী ৬ অক্টোবর থেকে ১১ অক্টোবর।
৬) পরীক্ষার সময় : প্রথম শিফটে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পরীক্ষা হবে। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।