
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আরও বেশিদিন চলবে CUET স্নাতক স্তরের পরীক্ষা। পূর্ববর্তী সূচি মেনে আগামী ১৫ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। আগামী ২০ অগস্ট শেষ হবে পরীক্ষা। প্রাথমিকভাবে ১০ অগস্ট পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে একেবারে শেষমুহূর্তে সূচির সামান্য হেরফের করা হল।
কবে কার পরীক্ষা হবে?
সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভরতির জন্য প্রায় ১৪,৯০,০০০ জন অভিন্ন পরীক্ষা দিতে চলেছেন। প্রথম স্লটে পরীক্ষার্থীর সংখ্যা ৮,১০,০০০। দ্বিতীয় স্লটে প্রায় ৬,৮০,০০০ জন পরীক্ষা দেবেন। সবমিলিয়ে ৯০ টি বিশ্ববিদ্যালয়ের ৫৪,৫৫৫ টি ভিন্ন 'সাবজেক্ট কম্বিনেশন'-এর আবেদনপত্র জমা পড়েছে।
সেই পরিস্থিতিতে প্রত্যেক প্রার্থীর জন্য পৃথক ডেটসিট তৈরি করা হয়েছে। সেইমতো কোন শহরে পরীক্ষা পড়েছে, কবে পরীক্ষা হবে, সেইসব তথ্য মিলিয়ে -তে 'অ্যাডভান্স ইনটিমেশন স্লিপ' জারি করা হচ্ছে। প্রার্থীরা অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে তা ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন: NEET 2022 Admit Card: কবে প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড? অবশেষে ঘোষণা NTA-র
'সিটি ইনটিমেশন স্লিপ'-এ প্রথম স্লট এবং দ্বিতীয় স্লটের পরীক্ষার বিষয়/ভাষা/মাধ্যম এবং পরীক্ষার দিন ও শহরের উল্লেখ থাকবে। যে প্রার্থীরা ফিজিক্স, বায়োলজি বা কেমিস্ট্রি বেছে নিয়েছেন, NEET UG-র জন্য তাঁদের দ্বিতীয় স্লটে পরীক্ষা দেওয়া হয়েছে। কারণ ১৭ জুলাই (রবিবার) হতে চলেছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা (NEET UG)।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports