বাংলা নিউজ > হাতে গরম > বিশ্বরেকর্ড গড়ল এই দু-মুখো সাপ! ভাইরাল ভিডিয়ো চমকে দিল নেটপাড়াকে
একটাই শরীর, কিন্তু দুটো মাথা। দু মুখো সাপ যাকে বলে আর কি। সাধারণত, নিন্দা করতেই এই কথাটি বলা হয়ে থাকে। কিন্তু এবার বাস্তবে জন্ম নিল দু মুখো সাপ। শুধু জন্মই নিল না। রীতিমতো ছয় মাস বেঁচে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। বিশেষজ্ঞদের কথায়, এই ধরনের সাপ সাধারণত বেশিদিন বাঁচে না। কিন্তু কিংস্নেক প্রজাতির এই দুমুখো সাপ সম্প্রতি রেকর্ড গড়েছে।
আরও পড়ুন -সিন্ধুর জল যাচ্ছে না, 'চিন্তায়' পাক সুন্দরী হানিয়াকে জলের বোতল পাঠালেন ভারতীয়! ভাইরাল ভিডিয়ো