
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Viral News: পশুদের অদ্ভুত সব ভিডিয়ো করেন তিনি। এই সুবাদে কুখ্যাতি ছড়িয়েছে বহু দূর। কুখ্যাতি অর্থাৎ নেগেটিভ পাবলিসিটিতে ভর করেই তিনি এখন নেট দুনিয়ায় পরিচিত মুখ। সম্প্রতি পাকিস্তান নিবাসী এই ইনফ্লুয়েন্সার একটি নতুন ভিডিয়ো করার শখ হয়। ভিডিয়োর কন্টেন্ট বাঘের ঠোঁটে চুম্বন এঁকে দেওয়া। রীতিমতো দুঃসাহসিক এই ভিডিয়ো শুটও করেন তিনি। কিন্তু মনের ইচ্ছে তার শেষমেশ পূরণ হয়নি।
ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতেই মুখ ফিরিয়ে নিয়েছিল বাঘটি। যেন রীতিমতো প্রত্যাখ্যান জানিয়েছেন এইসব ‘অসভ্যতার’। মুখ ফেরাতেই অবশ্য ইনফ্লুয়েন্সার বাঘের থুতনিতে হাত বুলিয়ে মান ভাঙানোর চেষ্টা করছিলেন। তখন বাঘটিও একটু উচিত শিক্ষা দেয়। হাতটা আলগা করে কামড়ে ধরে। বাঘের জিভে কাঁটার মতো অংশ থাকে। ফলে একটু চেপে ধরলেই হাত কেটে যেতে পারত। কিন্তু সৌভাগ্য, শেষমেশ তা হয়নি। ভিডিয়ো দেখে যথারীতি বিরক্ত নেটিজেনরা। এক নেটিজেন লেখেন, ‘মানুষই পারে এমন অসভ্যতা করতে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports