কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট ভাইরাল হয়। এবার তেমনই একটি পোস্ট ভাইরাল নেট দুনিয়ায়। সম্প্রতি এক্স-এ এক তরুণী তাঁর বসের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়ছে বসের এহেন উক্তি।
আরও পড়ুন - জিরো স্টেজ লাং ক্যানসারে আক্রান্ত হন শর্মিলা! কী কী লক্ষণ এ রোগের? প্রতিরোধ সম্ভব?
ঠিক কী ঘটেছিল?
ওই তরুণী তাঁর পোস্টে লেখেন, অফিসে একটি সেমিনার ছিল। কিন্তু তিনি যেতে পারবেন না, সে কথা আগেই তাঁর টিমকে জানান। এদিকে ম্যানেজার তাঁকে বলেন, ওই দিন অফিস আসতে। তখন তরুণী জানান, তার এক আত্মীয়ের ক্যানসার হয়েছে। আগামীকাল তাঁর অস্ত্রোপচার। সেখানে তরুণীকে উপস্থিত থাকতে হবে। এই কথা শোনার পর বসের প্রতিক্রিয়া, ‘তুমি কি অস্ত্রোপচার করবে?’ এর পাশাপাশি হাসপাতালের পেসক্রিপশন দেখাতে বলা হয়েছে ওই তরুণীকে। প্রসঙ্গত, নেটিজেনদের অনেকেই এই পোস্ট দেখে ওই বসের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি কর্মক্ষেত্রের এহেন খারাপ পরিবেশ নিয়েও অনেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন।