পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জেরে এবার ফাঁপড়ে পড়লেন রাজস্থানের বাসিন্দা শয়তান সিংহ। সম্প্রতি পাকিস্তানে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। অটারী ওয়াঘা সীমান্ত দিয়ে পাশের রাজ্যে গিয়়ে বিয়ের পিঁড়িতে বসবেন, এমনটাই পরিকল্পনা ছিল। কিন্তু ভারত সরকার কড়া ব্যবস্থা নেওয়ায় আপাতত বিয়েটাই অনিশ্চিত হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, শয়তানের কাছে আগে থেকেই বৈধ অনুমতিপত্র ছিল পাকিস্তান যাওয়ার। কিন্তু ভারত সরকার বুধবার রাতেই পাকিস্তানে যারা রয়েছেন, তাদের ১ মে-র আগে দেশে ফেরার কথা বলেছেন। অন্যদিকে পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে বিয়ে করতে যাবেন কি যাবেন না বুঝেই উঠতে পারছেন না শয়তান। সংবাদসংস্থা এএনআইকে শয়তান জানিয়েছেন, ‘জঙ্গিরা যা করেছে তা অন্যায়। আমার বিয়ে ছিল। কিন্তু বাধা এসে গিয়েছে। যেতে পারব না। কী আর করব। সরকার ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে।’