এমনিতে হনুমান মন্দিরের পুরোহিতের ভূমিকাতেই দেখা যায় তাঁকে। কিন্তু মনে প্রাণে সিনেমাপ্রেমী মানুষ তিনি। সিনেমা বানাতে ভালোবাসেন বরাবর। কর্ণাটকের বাসিন্দা নরসিংহ মূর্তি এর আগে দুটো ফিচার ফিল্ম বানিয়েছেন। কিন্তু এবার বানালেন সম্পূর্ণ অন্য ঘরানার একটি সিনেমা। সৌজন্য এআই। তাঁর কথায়, এটাই বিশ্বের প্রথম এআই জেনারেটেড ফিল্ম। ইতিমধ্যে ফিল্মটিকে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন - Mosquito In Flight: বিমানেও মশার জ্বালায় টেকা দায়! অভিযোগ করেও মিলল না সুরাহা, ভাইরাল ভিডিয়ো তরুণীর
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আমি বিশ্বের প্রথম এআই ফিচার ফিল্ম তৈরি করতে চেয়েছিলাম। শুরুতে এটি কেবল একটি স্ক্রিনে প্রদর্শিত হবে।’ প্রযোজক এবং পরিচালক দুইয়ের ভূমিকাতেই ছিলেন মূর্তি। তাঁর কথায়, ‘আমরা ছবিটির জন্য প্রায় ৩০টি এআই সরঞ্জাম এবং সফ্টওয়্যার লাইসেন্স করেছি এবং লাইসেন্সের মোট খরচ প্রায় ১০ লক্ষ টাকা।’