বাংলা নিউজ > হাতে গরম > Pangolin New Species: নয়া প্রজাতির বনরুই ধরা দিল বিজ্ঞানীদের গবেষণায়! উঠছে সংরক্ষণের দাবি
Pangolin News: প্যাঙ্গোলিনের নয়া প্রজাতির খোঁজ মিলল এবার। অরুণাচল ও অসমে এই প্রজাতির সন্ধান মিলেছে। অনুমান, নেপাল, ভুটান, মায়ানমারে এই প্রজাতির প্যাঙ্গোলিন পাওয়া যেতে পারে। আর সেকারণেই একে ইন্দো-বার্মিজ প্যাঙ্গোলিন বলা হচ্ছে। ভারত ও চিনা প্যাঙ্গোলিনের পাশাপাশি এশীয় প্যাঙ্গোলিনের তালিকায় যুক্ত হল এই নয়া প্রজাতি।
৩৪ লক্ষ বছর আগে…
ভারতীয় প্রাণী সর্বেক্ষণ বা জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন এই বিশেষ প্রজাতির প্যাঙ্গোলিনের। এক বিজ্ঞানী সংবাদমাধ্যমকে বলেন, এশিয়ার আরেকটি প্রজাতি জায়ান্ট এশিয়ান প্যাঙ্গোলিন অনেক আগেই বিলুপ্ত। নয়া এই প্রজাতি ৩৪ লক্ষ বছর আগে জলবায়ু বদলের জেরে চিনা প্যাঙ্গোলিন থেকে পৃথক হয়ে সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন - Kokborok Facts: ককবরক ভাষা নিয়ে নয়া দাবিতে উত্তাল ত্রিপুরা, বাংলা হরফে কেন এই ভাষা লেখা হয় জানেন