চরবৃত্তির প্রমাণ পাওয়া গেল নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনের দুই কর্মীর বিরুদ্ধে। দুই অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।ভারতে নিযুক্ত পাক দূতাবাসের দুই কর্মীর বিরুদ্ধে গোপনে গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগ আনলেন ভারতীয় গোয়েন্দা দফতরের কর্তারা। অভিযুক্তদের থেকে উদ্ধার করা নথিপত্র পরীক্ষা করে এবং তাঁদের জেরা করার পরে এই অভিযোগ তোলা হয়েছে।ঘটনার জেরে পাক চার্জ ডি অ্যাফেয়ার্স-কে তলব করে ডিমার্শে জারি করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের নিরাপত্তা লঙ্ঘনজনিত কার্যকলাপের কারণে অভিযুক্ত দুই পাক কূটনীতিককে দেশ ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।সেই সঙ্গে পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স-কে সতর্ক করে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে ভারতে নিয়োজিত তাঁর দেশের কূটনীতিকরা যেন নিজেদের পদমর্যাদার পরিপন্থী এ হেন কাজে লিপ্ত না হন তা নিশ্চিত করতে হবে।