
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পরিচালক সত্যজিৎ দাসের পরিচালনায় আসছে নতুন ছবি ‘বিনি সুতোর টান’। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ভুবন দে, আয়েশা ভট্টাচার্য, জিয়া মুখোপাধ্যা ও পায়েল মুখোপাধ্যায়কে।
ছবিতে ‘নীল’-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা ভুবন দে-কে। ‘নীল’ একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, কলকাতায় থাকে। তার ছয় বছরের মেয়ে ‘বিনি’কে নিয়ে তার সংসার। তার মেয়ের জন্মের পর তার স্ত্রী দীপা ‘বিনি’কে জন্ম দিয়ে মারা যায়। অন্যদিকে ‘নেহা’ হল ‘নীল’-এর অফিস কলিগ। সে সব কিছুতে 'নীল'কে সাহায্য করে, তার পাশে থাকে। পাশাপাশি 'বিনি'কেও ভালোবাসে।
কিন্তু হঠাৎ করেই একদিন ‘বিনি’র এক বিরল রোগ ধরা পড়ে। তারপর কী হবে? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির। বাবা ও মেয়ের এই অটুট ভালোবাসার গল্প নিয়ে আসছে ‘বিনি সুতোর টান’। গরমের ছুটিতে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে কলকাতা শহরে। ছবিটি মুক্তি পাবে দে এন্টারটেইনমেন্টের ব্যানারে। খুব তাড়াতাড়ি বড় পর্দায় মুক্তি পাবে ‘বিনি সুতোর টান’।
আরও পড়ুন: ‘বুলেট'-এর গতিতে আসছে সরোজিনী’! মেগার সব চরিত্রদের সঙ্গে সেরে নিন আলাপ
পরিচালক সত্যজিৎ দাস তাঁর ছবি প্রসঙ্গে বলেন, ‘এই ছবি এক বাবা মেয়ের নিখুঁত ভালোবাসার গল্প বলবে। এক অসহায় বাবার মেয়েকে সুস্থ করে তোলার লড়াই ফুটে উঠবে। ভুবন দে ও আয়েশা ভট্টাচার্য দু’জন দু'জনের চরিত্রে দারুন মানানসই। এই ছবিতে দারুন দারুন গান ব্যবহার করা হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports