পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে সিবিআইকে। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলায় জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্যতম অভিযুক্ত অয়ন শীল। কিন্তু তা গ্রাহ্য হয়নি। তাঁর আইনজীবীকে ছ’মাস পরে আবার আবেদনের পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত।
আরও খবর-ফের তোলপাড় যাদবপুর! ছাত্রীর মৃত্যুতে নজরে CCTV, কী বলছে পরিবার?
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে অয়ন শীলকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু ওএমআর শিট। সেখান থেকেই পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিস পান তদন্তকারী আধিকারিকরা। অয়নের সংস্থা পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। এর আগে অয়নের জামিনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। এরপরেই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এখনই জামিন মঞ্জুর করা সম্ভব নয়। বিচারপতির মন্তব্য, ‘ওএমআর শিটে কারচুপির অভিযোগ রয়েছে। হাজার হাজার যুবকের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে।’
আরও খবর-ফের তোলপাড় যাদবপুর! ছাত্রীর মৃত্যুতে নজরে CCTV, কী বলছে পরিবার?