স্বপ্ন ছিল দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের একটিতে পড়াশোনা করার। বাবা-মায়ের সঙ্গে ভর্তি হতে রওনা দিয়েছিলেন আইআইটি খড়গপুরে। কিন্তু মাঝপথেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ট্রেনের শৌচালয়ে যাওয়ার পর আর ফিরলেন না মেধাবী ছাত্র অর্জুন পাতিল। তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। জানা যায়, আইআইটি থেকে কোনও ইমেল পাঠানো হয়নি তাঁকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অর্জুন কি স্বপ্নভঙ্গের আঘাতে ট্রেন থেকে নিখোঁজ হয়েছেন? নাকি ভুয়ো ভর্তি চক্রের শিকার হয়েছেন তিনি?
আরও পড়ুন: আত্মহত্যার ঘটনা থামছেই না, পড়ুয়াদের মনোবল বাড়াতে পদক্ষেপ আইআইটি খড়গপুরের
মহারাষ্ট্রের জলগাঁও জেলার চোপড়ার বাসিন্দা ১৯ বছরের অর্জুন, পড়াশোনায় দারুণ মেধাবী। জানা গিয়েছে, ২০ অগস্ট সকালে বাবা রবীন্দ্রকুমার পাতিল ও মায়ের সঙ্গে শালিমার এক্সপ্রেসে উঠেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল খড়গপুরে পৌঁছে আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়া। অর্জুন নাকি বাবাকে দেখিয়েছিলেন খড়গপুর আইআইটির পক্ষ থেকে আসা একটি ইমেল, যেখানে ভর্তি নিশ্চিত হওয়ার কথা লেখা ছিল। সেই বিশ্বাসেই পরিবারের সদস্যরা ছেলেকে নিয়ে ভর্তি হতে রওনা দেন। কিন্তু বাস্তব ছবিটা একেবারে ভিন্ন। আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, অর্জুন পাতিল নামে কাউকে কোনও ইমেল পাঠানো হয়নি। শুধু তাই নয়, ওই প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়াও বহু আগেই শেষ হয়েছে এবং নতুন সেশনের ক্লাসও শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যে ইমেল দেখে অর্জুন ভর্তি হতে যাচ্ছিলেন, সেটি ভুয়ো ছিল বলেই স্পষ্ট হচ্ছে। এখানেই শুরু রহস্য।