চলে গেলেন কবি শরৎকুমার মুখোপাধ্যায়। গতকাল রাত ৩টে ৩৫ নাগাদ মারা যান তিনি। বার্ধক্যজনিত নানা অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। গতকাল রাতে হঠাৎ-ই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। ছেলে সায়ন মুখোপাধ্যায় তাঁকে তখনই কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাঁর।কবির মৃত্যুতে শোকের ছায়া বাংলা সংস্কৃতি মহলে। তাঁর স্ত্রী কবি বিজয়া মুখোপাধ্যায় আগেই প্রয়াত হয়েছেন। মৃত্যুর সময় শরৎকুমার মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৯০ বছর। গড়িয়াহাট মোড়ের কাছে 'মেঘমল্লার' আবাসনে থাকতেন। কবি মিতুল দত্ত হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, "আমার সঙ্গে নিয়মিত দেখা হত। শেষের দিকে স্মৃতিভ্রম হয়েছিল। গতকাল রাতে তাঁর ছেলে সায়ন আমি এবং আরও অনেকে আড্ডা দিয়েছি। তখনও শরৎদা ঠিকঠাক। মাঝরাতে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। আমরা একজন অগ্রজ কবিকে হারালাম।" কবি চৈতালী চট্টোপাধ্যায় বলেন, “শরৎদার মৃত্যুতে আত্মীয়বিয়োগের শোক হচ্ছে।”কবি শরৎকুমার মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩১ সালে। প্রথম জীবনে নমিতা মুখোপাধ্যায় ছদ্মনামে লিখতেন। পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ডেন্ট। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর কবিতার বইয়ের নাম 'অন্ধকার লেবুবন', 'আহত ভ্রুবিলাস' ইত্যাদি। সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়েছে কবিতা সমগ্র। অজস্র পুরস্কার পেয়েছেন।