বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের রাজা সূর্যের প্রভাব বহু রাশির জাতক জাতিকার ওপর পড়তে শুরু করে। অন্যদিকে, গ্রহদের যুবরাজ বুধ ১৫ দিন পর পর রাশি পরিবর্তন করে থাকেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। মে মাসের ৭ তারিখ, হতে চলেছে বুধাদিত্য যোগ। মেষ রাশিতে বুধ সূর্যের যুতি তৈরি হবে। ফলে আসন্ন সপ্তাহেই ভাগ্য পাল্টাতে চলেছে বহু রাশির। এরফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, বুধাদিত্য যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
কুম্ভ
আসন্ন সপ্তাহে বুধবার রয়েছে বুধাদিত্য যোগ। কুম্ভ রাশির তৃতীয়ভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ। এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় খুবই লাভ পাবেন। আপনি কোনও সংস্থায় আবেদন করলে, আসতে পারে চাকরির অফার। চাকরিরতদের পদোন্নতির যোগ তৈরি হবে। আধ্যাত্মের প্রতি আপনার ঝোঁক বাড়বে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক হতে থাকবে। শিক্ষা ক্ষেত্রে লাভের যোগ রয়েছে।
মকর
মকর রাশির জাতক জাতিকার জন্য বুধাদিত্য যোগ আগের থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের। কোনও জমি বাড়ি সংক্রান্ত লাভ পেতে পারেন। কোনও ধার্মিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা পেতে পারেন লাভ। তাঁদের ঝুলিতে আসতে পারে সাফল্য। পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপিত হতে পারে। বাবা বা গুরু স্থানীয় কারোর সহযোগিতা পেতে পারেন। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভালোর দিকে যাবে।
( 'কোহিনূর' নিয়ে ইউকের সঙ্গে ভারতের কী কথা চলছে? বাঙালি-ব্রিটিশ মন্ত্রী লিসা নন্দী খুললেন মুখ)
( 'যুদ্ধ হলে ইংল্যান্ড চলে যাব’,পাক MP বললেন, ‘মোদী কি আমার কথায় পিছু হঠবেন!' ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো)
( একই মাসে ২ বার গতি পরিবর্তন! মে-তে বুধ বর্ষণ করবেন কৃপা, কপাল ফিরবে সিংহ সহ বহু রাশির)
তুলা
মে মাসে এই যোগের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে সুখের সময় শুরু হতে চলেছে। এরফলে এই রাশির জাতক জাতিকাদের সময় ও বৈবাহিক জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে। পার্টনারশিপে করা কোনও ব্যবসায় ভালো সময় কাটবে। স্বাস্থ্য আগের থেকে ভালো হতে থাকবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)