বীরভূমের মাড়গ্রামে দুই তৃণমূল কর্মী হত্যাকাণ্ডে সাজা ঘোষণা করল রামপুরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট। বৃহস্পতিবার বিচারক সন্দীপকুমার কুণ্ডু এই মামলার রায়ে ১২ জন কংগ্রেস ও সিপিএম কর্মীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। শুধু তাই নয়, প্রত্যেককে ২ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। জরিমানা না দিলে আরও ছ’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে দোষীদের।
আরও পড়ুন: খুনের চেষ্টার মামলা, TMC বিধায়ক পরেশ, ২ কাউন্সিলরকে আগাম জামিন, শর্ত দিল আদালত
২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি বীরভূমের মাড়গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ, মাড়গ্রাম ১ নম্বর পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা ভুট্টু শেখের ভাই লাল্টু শেখ এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী নিউটন শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। দু’জনেই ঘটনাস্থলেই প্রাণ হারান। সেই সময় গোটা জেলাজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। রাজ্য রাজনীতিতেও তোলপাড় হয় বোমা হামলার এই ঘটনায়। পরদিনই নিহত নিউটন শেখের দাদা আমিরুল ইসলাম মাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ২০ জন কংগ্রেস ও সিপিএম কর্মীর বিরুদ্ধে মামলা শুরু হয়।
ঘটনার শুরুতেই গ্রেফতার করা হয় স্থানীয় কংগ্রেস নেতা সুজাউদ্দিন শেখকে। এর পর ধাপে ধাপে তাঁর দুই ছেলে লাকি ও বাপি শেখ ছাড়াও জহির, ফটিক, শফিক, হীরক, আনারুল, আইনাল, গব্বর, আকবর এবং ছুট মাল নামে আরও কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়। যদিও এফআইআরে নাম থাকা আরও আটজন তখনও অধরা থেকে যায়। মামলার তদন্তকারী অফিসার খুনের ঘটনার ৮৬ দিনের মাথায় ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বাকি অভিযুক্তদের ‘ফেরার’ দেখিয়ে মামলা চলতে থাকে। অভিযুক্তরা একাধিকবার জামিনের চেষ্টা করলেও হাইকোর্ট সেগুলি খারিজ করে দেয়।