ভোরবেলায় রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক-যুবতী। সেই দৃশ্য দেখে আপত্তি জানান এক অঙ্কন শিক্ষক। অভিযোগ, প্রতিবাদ করাতেই উল্টে তাঁর উপর চড়াও হয় ওই যুবক যুবতীর দল। প্রকাশ্য রাস্তায় চলে বেধড়ক মারধর। গুরুতর জখম হন ওই শিক্ষক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নন্দননগর এলাকায়।
আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মারধর, চাঞ্চল্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম নিরুপম পাল। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক। শনিবার ভোর ৬টা নাগাদ একটি কালীপুজোর নিমন্ত্রণ শেষে তিনি নন্দনপুরের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রাস্তার ধারে চার জন যুবক ও এক যুবতীকে মদ্যপান করতে দেখতে পান। নিরুপমবাবু বিষয়টি নিয়ে আপত্তি জানাতেই শুরু হয় ঝামেলা। অভিযোগ, একসঙ্গে পাঁচ জন মিলে তাঁকে লক্ষ্য করে হামলা চালায়।
শিক্ষকের দাবি, মত্ত ওই যুবক-যুবতীরা তাঁকে ঘিরে কিল-ঘুসি ও লাথি মারতে থাকে। মারধরে তাঁর নাক-মুখ ফেটে যায়, চোখেও আঘাত পান। বুকেও প্রচণ্ড আঘাত লাগে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, তিনি প্রতিবাদ না করলে হয়তো আজও কেউ ওদের আটকাত না। কিন্তু কথা বলতেই তাঁর উপর চড়াও হয়। যদি স্থানীয় মানুষজন না বাঁচাতেন, তাহলে তিনি রাস্তাতেই প্রাণ হারাতেন।