২০২৬-এর বিধানসভা ভোট ঘনিয়ে আসতেই বঙ্গ বিজেপিতে অস্বস্তি বাড়ছে। সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দলের দুই পরিচিত নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও ভারতী ঘোষকে ডাকা হয়নি। দমদমে প্রধানমন্ত্রীর সভায় সাধারণ সম্পাদকের পদে থাকা সত্ত্বেও লকেটকে মঞ্চে জায়গা দেওয়া হয়নি। আবার ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত ‘নারী শক্তি’ সম্মেলনে আমন্ত্রণ পাননি ভারতী ঘোষ। এই ঘটনা ঘিরে গেরুয়া শিবিরে ক্ষোভ ছড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী, লকেট ও ভারতী দু’জনেই ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন: ‘লকেট হেরে গেল, একমাত্র কারণ গোষ্ঠীদ্বন্দ্ব, ভেরি ভেরি স্যাড,’ হুগলিতে মহাগুরু
ঘটনাটি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অজান্তে ঘটেছে বলে সংগঠনের ভেতর থেকে দাবি উঠেছে। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রধানমন্ত্রী দফতরও। কেন দমদমের সভায় লকেটকে ডাকানো হয়নি, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের কাছে। এদিকে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও টানা তিনবার প্রধানমন্ত্রীর সভায় ডাকা হয়নি। শুক্রবার যখন দমদমে নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিলেন, তখন দিলীপ ছিলেন বেঙ্গালুরুতে, আর্ট অফ লিভিং সেন্টারে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে। সোমবার সকালে অবশ্য নিউটাউনের ইকোপার্কে দেখা যায় তাঁকে বেশ স্বমেজাজেই। সেখানে হাঁটাহাঁটির পাশাপাশি পায়রাদের খাওয়ানোর একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা প্রকৃতির সঙ্গে যত সময় কাটাব, পশুপাখিদের সেবায় নিজেদের নিয়োজিত করব, তাদের বোঝার চেষ্টা করব, ততই আমাদের মন ভালো থাকবে।’