রাস্তায় বেরিয়ে অনেকে বাসের জন্য অপেক্ষা করেন। এবার সেই অপেক্ষার দিন শেষ হতে চলেছে। তখন বাড়ি থেকে বাসের আগাম খবর নিয়েই বাসস্টপে এসে দাঁড়ানো যাবে। শহরবাসীকে এই পরিষেবা দেওয়ার জন্য রাজ্য পরিবহণ দফতর ‘হোয়ার ইজ মাই বাস’ অর্থাৎ ‘আমার বাস কোথায়’ নামে একটি অ্যাপ আনতে চলেছে। এই অ্যাপ থেকে জানা যাবে সংশ্লিষ্ট রুটের বাস কোথায় অবস্থান করছে, কখন আসবে–সহ যাবতীয় তথ্য। এভাবেই ঘরে বসে বাসের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন যাত্রীরা। আবার বাসস্টপে বসানো ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও বাসের সময়সূচি দেখতে পাওয়া যাবে। সরকারি–বেসরকারি বাস এবং মিনিবাসের গতিবিধি মুহূর্তের মধ্যে মিলবে। ওই অ্যাপ চালু রাখার জন্য বাস চালকের কাছে স্মার্টফোন থাকা প্রয়োজন।
ইতিমধ্যেই তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ–দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা বিনামূল্যে ট্যাব পান উচ্চশিক্ষার জন্য। আর বাসের ক্ষেত্রে অ্যাপ চালু হচ্ছে জানতে পেরে বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে আবদার আসে, অ্যাপ চালু করার জন্য স্মার্টফোন প্রয়োজন। আর তা যদি ব্যবস্থা করে রাজ্য সরকার খুব উপকার হয়। এবার সেই দাবি মেনে নিল রাজ্য পরিবহণ দফতর। বাস মালিকদের হাতে এবার মোবাইল তুলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বিষয়টিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটি বিজ্ঞাপন সংস্থা। অ্যাপ চালানো থেকে শুরু করে চালকদের ভূমিকা নিয়ে শীঘ্রই শুরু হবে প্রশিক্ষণ। সব ঠিক থাকলে এপ্রিল মাস থেকেই নতুন অ্যাপ ব্যবহার করতে পারবে যাত্রী এবং চালকরা।
আরও পড়ুন: রাজ্যপালের মামলায় আইনজীবী বদল মুখ্যমন্ত্রীর, সঞ্জয় বসুর পরিবর্তে সওয়াল করবে কে?
এই ‘হোয়ার ইজ মাই বাস’ অ্যাপ চালু করা এবং চালকদের হাতে স্মার্টফোন দেওয়া নিয়ে বাসমালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় পরিবহণ দফতরের অফিসারদের। ওই বৈঠকেই বাস মালিকদের জানানো হয়, সমস্ত বাসের চালকদের স্মার্টফোন দেওয়া হবে। আর বিজ্ঞাপন সংস্থা ওই স্মার্টফোন কিনতে টাকা দেবে। তার বিনিময়ে বিজ্ঞাপন সংস্থা বাসে বিজ্ঞাপন দিতে পারবে। এই বিষয়ে সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা বলেন, ‘মোবাইল ফোন দেওয়ার আর্জি আমরা করেছিলাম। সেটা পরিবহণ দফতর মেনে নিয়েছে। চালকদের প্রশিক্ষণও শুরু হবে। তার পরেই ওই অ্যাপ কাজ করবে।’