দিল্লি যাত্রার জন্য তৃণমূলের আবেদন মতো স্পেশ্যাল ট্রেন দেওয়া সম্ভব নয়। শুক্রবার বিকেলে চিঠি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল। চিঠিতে জানানো হয়েছে, স্পেশ্যাল ট্রেন তৈরির জন্য উপযুক্ত রেক পর্যাপ্ত পরিমানে না থাকায় এই সিদ্ধান্ত। তৃণমূলের জমা দেওয়া টাকা ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে রেল।রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার দিল্লি যাত্রা করার কথা ছিল তৃণমূলের নেতাকর্মীদের। দিল্লির বুকে ১০০০০ ‘বঞ্চিত’কে নিয়ে ঝড় তোলার পরিকল্পনা ছিল তাদর। কিন্তু যাত্রা শুরুর আগেই সেই পরিকল্পনায় বড়সড় ধাক্কা দিল রেলের সিদ্ধান্ত। দিল্লি যাওয়ার জন্য স্পেশ্যাল ট্রেনের আবেদন করে বায়নার টাকাও জমা দিয়েছিল তৃণমূল। কিন্তু যাত্রার মাত্র ২৪ ঘণ্টা আগে পূর্ব রেলের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল, ট্রেন দেওয়া সম্ভব নয়। উপযুক্ত রেক পর্যাপ্ত পরিমানে না থাকায় স্পেশ্যাল ট্রেনটি তৈরি করা সম্ভব হচ্ছে না। তৃণমূলকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।রেলের এই সিদ্ধান্তের পিছনে বিজেপির হাত দেখছে তৃণমূল। এক্স হ্যান্ডেলের দলের তরফে লেখা হয়েছে, আমাদের রোখার আরেকটা ঘৃণ্য চেষ্টা। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিতদের দিল্লি নিয়ে যেতে স্পেশ্যাল ট্রেন দিতে অস্বীকার করল পূর্ব রেল। তবে বাংলার ন্যায্য দাবি আদায়ের লড়াই থেকে এভাবে আমাদের সরানো যাবে না। যে কোনও পরিস্থিতিতে বিচারের দাবিতে আমাদের লড়াই দিল্লি যাবেই। যতই চেষ্টা করো আমরা নড়ব না, আমরা ঝুঁকব না।রেলের সিদ্ধান্তকে কটাক্ষ করে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘চালাকির চাঞ্চল্যতর প্রদর্শনী। বিজেপি সরকার আগাম টাকা নিয়েও নির্লজ্জের মতো স্পেশ্যাল ট্রেন দিতে অস্বীকার করেছে। পশ্চিমবঙ্গের ন্যায্য দাবি আদায়ে তাদের এই বাধায় স্পষ্ট যে তারা ভয় পেয়েছে। পশ্চিমবঙ্গের জনতার ভয়ে তাদের এই পিছু হঠা দেখে ভালো লাগছে।’