জগন্নাথ ধাম উদ্বোধনের দিন দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাতের পর বিজেপির অন্দরে কার্যত তোলপাড় চলছে। বেনজির ভাষায় একদিকে যেমন দিলীপকে আক্রমণ করছেন সৌমিত্র খাঁ, অর্জুন সিংরা তার পালটা দিচ্ছেন দিলীপও। বৃহস্পতিবারের পর শুক্রবারও সেই ধারা জারি রাখলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম না করে বেলাগাম ভাষায় আক্রমণ করলেন সৌমিত্র খাঁ, অর্জুন সিংকে।দিলীপবাবু এদিন বলেন, ‘তার নিজের কোনও বুদ্ধি নেই তো। তার বউ বলেছে। তার জীবন, চরিত্র দেখুন। সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গাস্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছেন। তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওদিকে লাইন লাগাবে। সব নেতাগিরি বন্ধ হয়ে যাবে। তাই দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না। রোজ যারা পার্টি পাল্টায়, বিছানা পাল্টায় তারা আর যাই হোক যেন বিজেপি নিয়ে কথা না বলে। এঁঠো খেয়ে জীবনযাপন করেছে। সে আবার নেতা?’অর্জুন সিংকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে লড়াই করা শুরু করি তখন এই নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে খেলাধুলো করতেন। তাঁর এঁটোকাটা খেতেন, নাস্তা করতেন। হঠাৎ বিজেপি যারা, যারা ২০২১ সালের পরে বিজেপি হয়েছেন তাঁরা সকালে বিজেপির বাড়িতে নাস্তা করেন, দুপুরে তৃণমূলের বাড়িতে খান। আবার রাতে বিজেপির বাড়িতে এসে নৈশাহার করেন। কারও টিকিট চলে যেতে হু হু করে চলে গিয়েছিলেন বিজেপি ছেড়ে। আবার হাওয়া ঘুরতে হুড় হুড় করে চলে আসছেন। তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না দেয়।’