গতবছর এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিবিআই তদন্ত দেওয়ার পরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সিবিআই তদন্ত শুরু করার পরেই সামনে আসে একের পর এক দুর্নীতি। অনেকেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন।
সুপ্রিম কোর্ট
ববিতা সরকারের মামলায় ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রেখেছে। হাইকোর্টের নির্দেশ মতো আগামী ২১ জুলাইয়ের মধ্যেই ওএমআর শিট প্রকাশ করতে হবে বলে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
গত বছর এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিবিআই তদন্ত দেওয়ার পরে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। সিবিআই তদন্ত শুরু করার পরেই সামনে আসে একের পর এক দুর্নীতি। নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এসএসসি-র যে তালিকার শীর্ষে মন্ত্রীকন্যার নাম উঠেছিল, বেশি নম্বর পেয়েও সেই তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন ববিতা সরকার। মন্ত্রীকন্যার চেয়ে ১৬ নম্বর বেশি পেয়েছিলেন। তবু পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম ছিল তালিকার শীর্ষে। ২০১৭ সালের ২৭ নভেম্বর মেধাতালিকা প্রকাশ হয়েছিল। সেই তালিকায় অবশ্য ববিতার নাম প্রথম ২০-তেই ছিল। কিন্তু সেই তালিকা বাতিল করে দেয় এসএসসি। পরে প্রকাশ করা মেধা তালিকায় ববিতার নাম ২১ নম্বরে ছিল। আর অঙ্কিতার নাম প্রথমে ছিল।