যে সমস্ত পড়ুয়ারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তাঁদের ভর্তির সময় কোর্ট পেপারে লিখিয়ে নেওয়া হবে যে তাঁরা এই ধরনের কোনও ঘটনার সঙ্গে জড়িত থাকবে না । যদি তাঁরা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকেন তাহলে আইনত ব্যবস্থা নেইয়া হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক যৌন হেনস্থা, ধর্ষণের মতো অভিযোগ উঠেছে। এছাড়া, রয়েছে জাতিবিদ্বেষ এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের উপর নির্যাতনের ঘটনা। বারবার এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাছাড়া যাদবপুরের পড়ুয়ারাও চায়ছেন না এই ধরনের ঘটনা ঘটুক। তা এই সমস্ত ঘটনা ঠেকাতে উদ্যোগ নিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই। বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়া যাতে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত না থাকেন তা নিশ্চিত করতে চাইছেন খোদ পড়ুয়ারা। তার জন্য কোনও ছাত্র-ছাত্রী ভর্তি হলেই তাঁদের কাছ থেকে যৌন হেনস্থা বা নির্যাতন বিরোধী হলফনামা অর্থাৎ অ্যান্টি হ্যারাসমেন্ট ডিক্লেয়ারেশন সাক্ষর নেওয়ার প্রস্তাব দিলেন ছাত্র-ছাত্রীরা। জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের এই প্রস্তাবে সাড়া দিয়েছে। তাঁরাও চাইছেন ক্যাম্পাসের মধ্যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। পড়ুয়াদের এই প্রস্তাবের ফলে এই ধরনের ঘটনা কমবে বলেই মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত পড়ুয়ারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তাঁদের ভর্তির সময় কোর্ট পেপারে লিখিয়ে নেওয়া হবে যে তাঁরা এই ধরনের কোনও ঘটনার সঙ্গে জড়িত থাকবে না । যদি তাঁরা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকেন তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি কলা বিভাগের ছাত্রসংসদ আফসুর পক্ষ থেকে এক সাধারণ সভার আয়োজন করা হয়। তাঁদের পক্ষ থেকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তবে শুধুমাত্র কলা বিভাগেই নয়, পড়ুয়ারা চাইছেন গোটা বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগেই পড়ুয়াদের এই আওতায় আনা হোক। এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের এক পড়ুয়া জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রগতিশীল ক্যাম্পাস বলে পরিচিত হলেও এটি সমাজের বাইরে নয়। তাই অনেক খারাপ প্রভাব সেখানেও পড়ে। ক্যাম্পাসের ভিতরে ছাত্রীদের উপর নির্যাতন বন্ধ করা প্রয়োজন। অন্যদিকে, বিজ্ঞান বিভাগের পড়ুয়ারাও চাইছেন ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখাতেও এই ব্যবস্থা চালু করা হোক।